Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ম্যাচের আগে অধিনায়ককে হারাল জিম্বাবুয়ে


৬ জুলাই ২০২১ ১৯:৩১

কয়েক ঘণ্টা পর বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে জিম্বাবুয়ে। তার আগে আফ্রিকান দলটির শিবিরে বড় ধাক্কা। করোনাভাইরাস ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও অভিজ্ঞ ক্রেইগ আরভিনের। উইলিয়ামসের বদলে টেস্টে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন ব্রেন্ডন টেলর।

উইলিয়ামস ও আরভিন অবশ্য করোনায় আক্রান্ত হননি। করোনা আক্রান্ত স্বজনদের সংস্পর্শে গিয়েছিলেন তারা। সেই কারণে আলাদা ঘরে বাধ্যতামূলক আইসোলেশনে রাখা হয়েছে দুজনকে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জিম্বাবুয়ের মিডিয়া ম্যানেজার ডার্লিংটন গণমাধ্যমকে জানান , ‘নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন ২০ জনের স্কোয়াডে ছিলেন। কিন্তু তারা দলে যোগ দিতে পারেননি। কোভিড আক্রান্ত স্বজনের সংস্পর্শে যাওয়ায় তারা দুজনেই এখন সেলফ আইসোলেশনে আছেন।’

উইলিয়ামস শুধু অধিনায়কই নয়, ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বড় ভরসাও। সবকিছু ঠিক থাকলে হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ-জিম্বাবুয়ে একমাত্র টেস্ট ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় কাল দুপুর দেড়টায়।

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শন উইলিয়ামস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর