Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন বিভাগে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য মুমিনুলের


৬ জুলাই ২০২১ ১৮:১৭

রাত পোহালে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠে নামার আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে ভাবতে হচ্ছে মুমিনুল হকের দলকে। অনেকদিন সাদা পোশাকের ক্রিকেটের বাইরে ক্রিকেটাররা, জিম্বাবুয়ের কন্ডিশনও বেশ কঠিন। তাছাড়া গত কয়েক বছর ধরেই সাদা পোশাকে বাংলাদেশের পারফরম্যান্স যাচ্ছেতা। এদিকে চোটের কারণে তামিম ইকবালের খেলা নিয়ে বড় শঙ্কা। তবে অধিনায়ক মুমিনুল হক সৌরভ জানালেন, তিন বিভাগে সেরা ক্রিকেট খেলে এসব চ্যালেঞ্জ উৎরানোর লক্ষ্য তার দলের।

বিজ্ঞাপন

প্রথম টেস্টের আগে আজ মঙ্গলবার (৬ জুলাই) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এক প্রশ্নের উত্তরে মুমিনুল বলছিলেন, ‘শুধু জিম্বাবুয়ে না, বিদেশে যে কোন দলের সঙ্গেই খেলা সহজ নয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিকটাই ভাল করতে হয়, ফোকাস রাখতে হয়। সেই সাথে টিম ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। এদিকটায় ভাল করলে আশা করি টেস্ট ম্যাচটা জিততে পারবো।’

তিন বিভাগের মধ্যে ইদানিং বাংলাদেশের ফিল্ডিংটা হচ্ছিল ভুলে যাওয়ার মতোই। নিউজিল্যান্ড সফর ও শ্রীলংকা সফরে মুড়িমুড়কির তো ক্যাচ ছেড়েছেন ক্রিকেটাররা। সে তুলনায় ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিল্ডারদের পারফরম্যান্স ছিল কিছুটা উন্নত। বিষয়টি হয়তো আত্মবিশ্বাসী করেছে মুমিনুলকে।

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় আগামীকাল দুপুর দেড়টায় একমাত্র টেস্ট ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।

টপ নিউজ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মুমিনুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর