Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি’র একাডেমি ভবনে করোনা; অনুশীলন বঞ্চিত সাইফ-নাইম

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২১ ১৯:২০ | আপডেট: ৫ জুলাই ২০২১ ২০:৩৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি ভবনের ক্যাটারিং সার্ভিসের এক সদস্য করোনায় আক্রান্তের প্রভাব পড়েছে জাতীয় দলের অনুশীলনেও। একই ভবনে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাইম শেখ অবস্থান করায় সোমবার থেকে মিরপুরে শুরু হওয়া ওয়ানডে দলের অনুশীলনে তারা যোগ দিতে পারেননি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ৫ জুলাই হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় শুরু হয়েছে দেশে অবস্থানরত ওয়ানডে দলের সদস্যদের অনুশীলন। যেখানে এসেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন, রুবেল হোসেন ও শামীম হোসেন। আসার কথা ছিল মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাইম শেখেরও।

বিজ্ঞাপন

কিন্তু দিনের অনুশীলনে তাদের দেখা যায়নি। সঙ্গত কারণেই প্রশ্নের উদ্রেক হয়, তারা কোথায়? বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানালেন, ‘মোস্তাফিজুর রহমান দুই দিনের ছুটি কাটাচ্ছেন বিধায় এদিন যোগ দিতে পারেননি। তবে মঙ্গলবার তিনি যোগ দিবেন। আর সাইফউদ্দিন ও নাইম শেখ বিকেলে আলাদা আলাদা অনুশীলন করবেন। তাদেরও আগামিকাল সবার সঙ্গে অনুশীলনে দেখা যাবে।’

এর ঠিক খানিক বাদেই জানা যায় সাইফ, নাইম এদিন অনুশীলনই করতে পারেননি কারণ তাদের আবাসনে করোনা হানা দিয়েছে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একাডেমি ভবনের ক্যাটারিং সার্ভিসের ওই সদস্যের করোনা ধরা পড়ার পর আজ আমরা ওদের (সাইফউদ্দিন, নাইম শেখ) করোনা পরীক্ষা করতে দিয়েছি। রিপোর্ট নেগেটিভ এলে তাদের অনুশীলনের অনুমতি দেওয়া হবে। আর ক্যাটারিং সার্ভিসের ওই সদস্যকে আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

আজ থেকে মিরপুরে শুরু হয়েছে জিম্বাবুয়ে সিরিজে ডাক পাওয়া দেশে অবস্থানরত সদস্যদের অনুশীলন। চলবে ৮ জুলাই পর্যন্ত। পরের দিন ৯ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে তারা ঢাকা ছেড়ে যাবেন।

সারাবাংলা/এমআরএফ/এসএস

অনুশীলন বঞ্চিত করোনার হানা নাইম শেখ বিসিবি একাডেমি মোহাম্মদ সাইফউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর