ট্রফিটা এবার বাংলাদেশ নিয়ে আসবে: রুবেল
৫ জুলাই ২০২১ ১৮:৫৭ | আপডেট: ৫ জুলাই ২০২১ ২১:৩০
সবশেষ জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের ট্রফিটা সেখানেই রেখে আসতে হয়েছিল বাংলাদেশকে। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের দুই জয়ে সফরকারিদের শিরোপা বঞ্চিত করেছিল স্বাগতিক শিবির। দিন বদলের পালায় বাংলাদেশ ক্রিকেট দলও গেল ৮ বছরে বাংলাদেশ অনেক বদেলেছে। সঙ্গত কারণেই এবারের ওয়ানডে সিরিজের ট্রফিটা দেশে নিয়ে আসতে প্রত্যয়ী টাইগার পেসার রুবেল হোসেন।
২০১৩ সালের পর ২০২১ সালে বাংলাদেশের যে দলটি জিম্বাবুয়ে সফর করছে তাদের সিংহভাগের হাত ধরেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল ও ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো সব সময়ের শক্তিধর দলগুলোকে সিরিজ হারিয়ে ওয়ানডে ফরম্যাটে এশিয়া অঞ্চলের অন্যতম শক্তিধর দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাদের হাত ধরে এবার জিম্বাবুয়ে থেকে ট্রফি জয় কঠিন হবে না বলেই মত তাঁর।
সোমবার (৫ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলনে এসে তিনি একথা জানান।
রুবেল বলেন, ‘শেষ বার আমরা যখন জিম্বাবুয়ে গিয়েছি আমরা ট্রফিটা আনতে পারিনি। এবার আমাদের দলটা ভালো, ভারসাম্যপূর্ণ। ভালো ভালো ক্রিকেটার আমাদের দলে আছে। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি–তাহলে ট্রফিটা এবার ইনশাআল্লাহ বাংলাদেশ নিয়ে আসবে।’
সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে পুরোপুরি ফিট ছিলেন না রুবেল হোসোন। তবে এখন তিনি পুরোপুরি ফিট। ফলে ১৬ জুলাই থেকে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজ সামনে রেখে সামনে রেখে দলে ডাক পাওয়া দেশে অবস্থানকারিদের সঙ্গে মিরপুরে শুরু করেছেন অনুশীলন। সিরিজ খেলতে ৯ জুলাই দেশ ছাড়বেন। সিরিজে ওয়ানডে দলের একাদশে সুযোগ মিললে নিজেকে উজাড় করে দিবেন বলেও জানিয়ে রাখলেন।
‘আমি সুস্থ ও ফিট আছি। লাস্ট ডিপিএলে আমার একটু….সমস্যা ছিল। এখন হান্ড্রেড পার্সেন্ট ফিট আছি। যদি সুযোগ পাই শতভাগ দিয়ে চেষ্টা করব।’
জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি খেলতে এই মুহুর্তে দেশটিতে অবস্থান করছে মুমিনুল-তামিমরা। সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি গড়াবে ৭-১১ জুলাই হারারে স্পোর্টস ক্লাব মাঠে। একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ জুলাই। আর তিন ম্যাচ সিরিজের টি টোয়েন্টি গড়াবে ২৩,২৫ ও ২৭ জুলাই; ওই একই মাঠে।
সারাবাংলা/এমআরএফ/এসএস
জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ টপ নিউজ রুবেল হোসেন