Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলের কারণে বিশ্বকাপের উইকেটে প্রভাব পড়বে: বাউচার

স্পোর্টস ডেস্ক
৫ জুলাই ২০২১ ১৫:২১

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা ছিল ভারতেই তবে দেশটিতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কারণে তা আর সম্ভবপর হয়ে উঠছে না। এ কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে ভারত থেকে সরিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে আরব আমিরাতে। বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তেই দেশটিতে শেষ হবে আইপিএলের ২০২১ আসর। আর এ কারণেই বিশ্বকাপে আরব আমিরাতের উইকেট ভিন্ন আচরণ করতে পারে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার।

বিজ্ঞাপন

আইপিএল-২০২১ আসর চলাকালীন করোনার হানায় মাঝপথেই স্থগিত হয়ে যায়। আর তাই তো টুর্নামেন্টের দ্বিতীয়াংশ ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আরব আমিরাতে। সেপ্টেম্বরের ১৯ থেকে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত চলবে আইপিএলের স্থগিত হয়ে থাকা আসর। আর এর মাত্র দুই দিন পর অর্থাৎ ১৭ অক্টোবর থেকে আরব আমিরাতেই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের।

টানা আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কারণে আরব আমিরতারের উইকেটগুলোতে পড়বে অনেক চাপ। আর আইপিএল শেষের দুদিন পর শুরু হওয়া বিশ্বকাপে তাই প্রভাব পড়বে বলে মত মার্ক বাউচারের। তাঁর মতে বিশ্বকাপে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। এর পেছনে বাউচার দেখিয়েছেন যুক্তিও।

তিনি বলেন, ‘সেখানে ব্যাট করাটা খুব কঠিন হবে। কারণ সেখানে আগে আইপিএলের অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই কারণে উইকেট অনেক শুষ্ক হয়ে যাবে। আমার মনে হয় বিশ্বকাপে স্পিনাররা বড় ভূমিকা পালন করবে।’

আইপিএলের টানা ম্যাচের পর আরব আমিরাতের উইকেট যে কিছুটা ক্লান্ত থাকবে তা বোঝায় যায়। আর সেখানে ব্যাট করাটা কঠিন হবে বলেও মনে করেন বাউচার, ‘টানা আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হলে উইকেট অনেক শুষ্ক হয়ে যাবে। আমরা এই ধরনের উইকেটে অভ্যস্ত নই আর তাই ১৮০ কিংবা ২০০ রান করাটা এখানে খুবই কঠিন হবে। এখানে খেলতে হলে ব্যাটারকে অনেক স্কিলফুল হতে হবে এবং সেই সঙ্গে অনেক বুদ্ধিমানও হতে হবে।’

সারাবাংলা/এসএস

আইপিএল আরব আমিরাতে আইপিএল আরব আমিরাতে বিশ্বকাপ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর