প্রস্তুতি ম্যাচে উজ্জ্বল বাংলাদেশ
৪ জুলাই ২০২১ ২১:৫৫ | আপডেট: ৪ জুলাই ২০২১ ২২:৪০
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে প্রস্তুতিটা বেশ ভালোই হলো বাংলাদেশের। দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। দুই দিনের ম্যাচে জয়-পরাজয় নির্ধারন হওয়াটা কঠিন কাজ, বাংলাদেশ এবং জিম্বাবুয়ে একাদশের প্রস্তুতি ম্যাচে সেটা হয়ওনি। তবে নিজেদের ঝালিয়ে নেওয়ার চেষ্টায় লেটার মার্কই পেয়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ২ উইকেটে ৩১৩ রান তোলার পর স্বাগতিকদের ২০২ রানেই গুটিয়ে দিয়েছেন সফরকারীরা।
সেই শ্রীলংকা সিরিজের পর থেকে সাদা পোশাকের ক্রিকেটের বাইরে ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। দীর্ঘ বিরতিটা বড় চ্যালেঞ্জ ছিল। তাছাড়া জিম্বাবুয়ের কন্ডিশনও সহজ নয়। বাংলাদেশের মতো মন্থর পিচ নয়, জিম্বাবুয়ের উইকেটগুলো বেশ গতিময়। এই দুই চ্যালেঞ্জ বাংলাদেশ কীভাবে মোকাবিলা করে সেটা দেখার ছিল। প্রস্তুতি ম্যাচে চ্যালেঞ্জ ভালোভাবেই উৎরে গেছেন সাকিব আল হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্তরা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে ব্যাটিং করতে নেমে কাল প্রথম দিনে ২ উইকেটে ৩১৩ রান তুলেছিল বাংলাদেশ। ফিফটি পেয়েছিলেন সাকিব আল হাসান, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। ফিফটির পথে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ (৪০*)। আজ সকালে সেখানেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। তারপর দারুণ বোলিং প্রদর্শন দেখিয়েছেন সাকিব, মেহেদি মিরাজ, শরিফুল ইসলামরা।
শুরুটা করেছিলেন পেসাররা। তরুণ পেসার শরিফুল প্রস্তুতি ম্যাচেও বেশ ভালো বোলিং করেছেন। শুরুতেই জিম্বাবুয়ে একাদশের ওপেনার মিল্টন শুম্বাকে (২) ফেরান বাঁহাতি তরুণ। ইবাদত হোসেন, তাসকিন আহমেদও ভালো বোলিং করেছেন। তবে স্বাগতিকদের বেশি ভুগিয়েছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের স্পিন।
ব্যাট হাতে ৫৬ বলে ৭৪ রান করে সেচ্ছায় অবসর নেওয়া সাকিব ৩৪ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। মেহেদিও তিন উইকেট পেয়েছেন, যদিও একটু বেশিই খরুচে ছিলেন তরুণ অফস্পিনার। রান দিয়েছেন ৬৪টি। জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ২০২ রানে। শরিফুল ৩৩ রানে দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন টিমিসিন মারুমা। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন ওপেনার কাইতানো।
শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেট ২২ রান তুলতেই দিনের খেলা শেষ হয়ে যায়। হালকা চোট নিয়ে জিম্বাবুয়ে যাওয়া ওপেনার তামিম ইকবাল প্রথম ইনিংসে ব্যাটিং না করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমেছিলেন। যতক্ষণ উইকেটে ছিলেন তামিম খেলেছেনও বেশ ভালো। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ২২ রানের ১৮-ই তার। ৩০ বলে ৪টি চারের সাহায্যে এই রান করেছেন দেশসেরা ওপেনার।
সবকিছু ঠিক থাকলে আগামী ৭ জুলাই একমাত্র টেস্ট খেলতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আসল ম্যাচে দারুণ প্রস্তুতির আত্মবিশ্বাস নিশ্চয় কাজে লাগাতে চাইবেন ক্রিকেটাররা।