Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি’র বার্ষিক সাধারণ সভা স্থগিত


৩ জুলাই ২০২১ ১৫:০১ | আপডেট: ৩ জুলাই ২০২১ ১৬:৪০

দেশব্যাপী করোনাভাইরাসের ক্রম উর্ধ্বোগতি ও সর্বাত্মক লকডাউনের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে আবার নতুন করে তারিখ ঘোষণা করবে টাইগার ক্রিকেট প্রশাসন।

গেল ১৫ জুন বিসিবি’র ১০ম বোর্ড সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে, চলতি বছরের শেষে অনুষ্ঠেয় পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে ৭ জুলাই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কিন্তু করোনা অতিমারির কারণে আপাতত তা সম্ভবপর হয়ে উঠছে না।

বিজ্ঞাপন

শনিবার (৩ জুলাই) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।

তিনি বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি ওরকম অনুকুলে নেই। আর বেশিরভাগ কাউন্সিলর তো ঢাকার বাইরে থেকে আসেবে এজন্যই স্থগিত করা হয়েছে। যেহেতু ৭ তারিখ খুব বেশি দেরি নেই। ওই দিনেই সব নির্ধারণ করা হয়েছিল। এবং এজিএম (বার্ষিক সাধারণ সভা) ছিল রেডিসন হোটেলে দুপুর সাড়ে ১২টা থেকে। যেহেতু বাংলাদেশের মহামারি পরিস্থিতি ওতটা ভাল না এবং মহামারির সময়ে ঢাকার বাইরে থেকে কাউন্সিলরদের আসা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছিল তাই আপাতত স্থগিত করা হয়েছে।’

পরিস্থিতি ভাল হলে নতুন করে বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করা হবে, জানান অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক।

‘পরিস্থিতি ভাল হলে আমরা আবার নতুন করে তারিখ ঘোষণা করব।’

বিসিবি

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর