বেলজিয়ামকে থমকে দিয়ে সেমিতে ইতালি
৩ জুলাই ২০২১ ০২:৫৮ | আপডেট: ৩ জুলাই ২০২১ ১২:০৫
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে দুই হট ফেভারিট বেলজিয়াম ও ইতালির দেখা। ইতালির হয়ে নিকোলা বারেল্লা আর লরেঞ্জো ইনসিনিয়ের দুই গোলের পর বেলজিয়ামের হয়ে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন রোমেলো লুকাকু। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি রেড ডেভিলসরা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটে আজ্জুরিরা।
নিজেদের শেষ ৩১ ম্যাচে অপরাজিত থেকে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামে ইতালি। আর বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে রেকর্ডটি আরও এক ম্যাচ বর্ধিত করল আজ্জুরিরা। রবার্তো মানচিনির অধীনে বদলে যাওয়া ইতালি এবারের ইউরোতে গ্রুপ পর্বের তিন ম্যাচ জিতে শেষ ১৬তে জায়গা করে নেয়। এরপরে শেষ ১৬’তে অস্ট্রিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের গোলে জয় পায় আজ্জুরিরা। আর কোয়ার্টার ফাইনালে হট ফেভারিট বেলজিয়ামের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটেই জয় নিয়ে সেমি নিশ্চিত করে।
এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে মাত্র দুটি গোল হজম করেছে ইতালি। বিপরীতে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে মোট ১১টি।
এদিকে কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিপক্ষে চোট পেয়ে ইতালির বিপক্ষের ম্যাচ থেকেই ছিটকে যান বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।
দুই গোলে পিছিয়ে পড়ার পরপরই পেনাল্টি থেকে গোল করে দলকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন রোমেলো লুকাকু। তবে দ্বিতীয়ার্ধে সহজ সুযোগ হাতছাড়া করে তিনিই আবার দলকে সমতায় ফেরাতে ব্যর্থ হন। ৬১তম মিনিটে ডি ব্রুইনের দুর্দান্ত এক পাসে কেবল টোকা দিতে পারলেই ম্যাচে সমতায় ফিরত বেলজিয়াম। তবে সহজ এক ট্যাপ-ইনও করতে পারেননি লুকাকু। আর তাতেই ম্যাচ হাতছাড়া রেড ডেভিলসদের।
জার্মানির মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের ১৩তম মিনিটেই লিড নিয়েছিল ইতালি। ইনসিনিয়ের ফ্রিকিক থেকে বল পেয়ে ফ্লিক করেন ডি লরেঞ্জো, এরপর বল পেয়ে বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন লেওনার্দো বনুচ্চি। তবে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি গোলটি বাতিল করেন বনুচ্চির অফসাইডে থাকার কারণে।
এরপর দ্রুতই নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে যায় বেলজিয়াম। ২২তম মিনিটে ইতালির ডি-বক্সের ঠিক বাইরে জায়গা করে নিয়ে দুর্দান্ত এক শট নেন তবে ডি ব্রুইনের শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন গোলরক্ষক জিজি ডনারুমা। চার মিনিট পরে আবারও ইতালির ত্রাণকর্তা সেই ডনারুমাই। ২৬তম মিনিটে প্রতি-আক্রমণে রোমেলো লুকাকুর নেওয়া দুর্দান্ত শট আবারও রুখে দেন ডনারুমা।
বেলজিয়ামের দুটি চমৎকার আক্রমণ রুখে দিয়ে ম্যাচে লিড নেয় ইতালি। ৩০তম মিনিটে মধ্যমাঠ থেকে ভেসে আসা বল নিয়ন্ত্রণে নেন ইম্মোবিল কিন্তু তাকে শট নিতে দেননি ভার্টোগেন। কিন্তু পরের মুহূর্তেই ভার্টোগেন বল হারান মার্কো ভেরাত্তির কাছে, যিনি বল বাড়িয়ে দেন নিকোলা বারেল্লার দিকে। ডি-বক্সের ভেতর বল পেয়ে তিন ডিফেন্ডারকে ছিটকে ফেলে দুর্দান্ত শটে বল জালে জড়ান বারেল্লা। বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার যেখানে করার মতো কিছুই ছিল না কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া।
৪৪তম মিনিটে এসে বারেল্লার কাছ থেকে বল পেয়ে মধ্যমাঠ থেকে কোনো রকম বাধা ছাড়াই ডি-বক্সের কোণাতে পৌঁছে যান লরেঞ্জো ইনসিনিয়ে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে বুলেট গতির শটে ডান দিকের গোলপোস্টের উপরের কোণা দিয়ে বল জালে জড়ালেন। ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পেলেননা কোর্তোয়া। তাতেই প্রথমার্ধ শেষের আগেই ২-০ গোলের ব্যবধানে লিড নিল ইতালি।
তবে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে বেলজিয়ামকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন লুকাকু। এবারের টুর্নামেন্টে এটি লুকাকুর চতুর্থ গোল। পাঁচ গোল নিয়ে শীর্ষে অবস্থান করছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৪৫তম মিনিটে বল নিয়ে ইতালির ডি-বক্সে ঢুকে পড়েন ডকু। তবে তাঁর সঙ্গে বল দখলের লড়াইয়ে পেরে না উঠে ধাক্কা দিয়ে ফেলে দেন ডি লরেঞ্জো। আর সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির বাঁশ বাজান। স্পট কিক থেকে গোল করতে এক চুল ভুল করেননি দুর্দান্ত ফর্মে থাকা লুকাকু। আর তাতেই প্রথমার্ধ শেষ হয় ইতালির ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থাকায়।
৬১তম মিনিটে লুকাকুর মিসের পর ৭১তম মিনিটে চ্যাডলির ক্রস ডিফ্লেক্ট হয়ে বল ভাসতে থাকলেও তাতে মাথা ছোঁয়াতে পারেননি লুকাকু। আর দূরের পোস্টে থাকা থোরগান হ্যাজার্ডও ফাঁকায় বল পেয়ে জালে জড়াতে ব্যর্থ হন। আর তাতেই ম্যাচে সমতায় ফেরা হয়নি রেড ডেভিলসদের।
ম্যাচের শেষ দিকে বেলজিয়াম দারুণ কিছু আক্রমণ করলেও শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি। আর তাতেই ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটে ইতালি। সেমিতে ইতালির প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০০৮ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় স্পেন ও ইতালি প্রথম সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে।
সারাবাংলা/এসএস
ইউরো ২০২০ ইতালি বনাম বেলজিয়াম উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কোয়ার্টার ফাইনাল টপ নিউজ সেমিফাইনাল