Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ে সিরিজ সহজ হবে না: তাসকিন


৩ জুলাই ২০২১ ০০:৪৮

টানা ক্রিকেটের মধ্যে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা আরেকটা সিরিজের সামনে দাঁড়িয়ে। একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে সিরিজের প্রথম ম্যাচটা মাঠে গড়াবে ৭ জুলাই। তার আগে অনুশীলনের ফাঁকে তাসকিন আহমেদ বললেন, এবারের জিম্বাবুয়ে সিরিজটা সহজ হবে না।

কয়েক দিন আগে নির্বাচক আব্দুর রাজ্জাকও বলেছিলেন, কঠিন হবে জিম্বাবুয়ে সিরিজ। আজ তাসকিনও সূর মেলালেন সাবেক তারকা এই স্পিনারের কথায়।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জুলাই) হারারেতে দ্বিতীয় দিনের অনুশীলন সেরেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। তার ফাঁকে পেসার তাসকিন আহমেদ বলেন, ‘জিম্বাবুয়েতে জিম্বাবুয়ের সাথে খেলাটা সহজ না। আমাদেরকে অনেক টাফ কন্ডিশন ও টাফ অপনেন্ট ফেস করেই খেলতে হবে। তো কোনো ম্যাচই তো সহজ না। এর মধ্য থেকেই আমাদের সেরাটা দিয়ে বের হয়ে আসতে হবে।’

বাংলাদেশের উইকেট অনেকটাই মন্থর। সাধারণত স্পিনবান্ধব পিচে খেলে অভ্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু জিম্বাবুয়ের উইকেট বেশ পেস বান্ধব। ফলে কন্ডিশন বড় বাঁধার কারণ হয়ে উঠতে পারে।

তাছাড়া অনেকদিন সাদা পোশাকের ক্রিকেটের বাইরে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার পর টি-টোয়েন্টি ফরম্যাটে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ক্রিকেটাররা। ডিপিএল শেষ হতেই ধরতে হয়েছে জিম্বাবুয়ের বিমান। ফলে ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও আছে। তাছাড়া অনেকদিন যাবত জৈব-সুরক্ষা বলয়ে প্রায় বন্দি ক্রিকেটাররা।

তাসকিনের কথাতেও উঠে এলো সেসব, ‘আসলে বায়ো বাবল জীবনটা সহজ নয়। আমরা যখন হোম সিরিজও খেলেছি, ঢাকায় থেকেও ফ্যামিলি থেকে দূরে থাকতে হয় আর এওয়ে সিরিজেও। আসলে হোম-এওয়ে সব সিরিজেই এখন বায়ো বাবলের মধ্যে থাকে। একটা মেন্টালি বেশ স্ট্রেসের মধ্যেই থাকি। তার মধ্যেও খেলার মধ্যেও তো একটা চাপ থাকেই। এটা আসলে তেমন ইজি না। তারপরও যেহেতু আমরা দেশের জন্য খেলি… সবকিছু ছেড়ে নিজের সেরাটা দিয়েই ভালো করতে চাই এবং দেশকে জয় উপহার দিতে চাই।’

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে-বাংলাদেশ একমাত্র টেস্ট ম্যাচটা মাঠে গড়াবে ৭ জুলাই, হারারে স্পোর্টস ক্লাব মাঠে। তারপর স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তাসকিন আহমেদ বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর