Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমাঞ্চকর টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক
৩ জুলাই ২০২১ ০০:৪৪ | আপডেট: ৩ জুলাই ২০২১ ১০:৪৩

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলর লড়াইয়ে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জিতে কোয়ার্টারের টিকিট কাটে সুইজারল্যান্ড। অন্যদিকে ক্রোয়েশিয়াকে অতিরিক্ত সময়ের দুই গোলে হারিয়ে কোয়ার্টারে আসে স্পেন। আর কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে নির্ধারিত সময় ১-১ গোলের সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আর সেখানেও ম্যাচের ফলাফল নির্ধারিত না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে সুইসদের ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে স্পেন।

বিজ্ঞাপন

স্পেনের হয়ে প্রথম টাইব্রেকারে শট নিতে আসেন অধিনায়ক সার্জিও বুস্কেটস। আর প্রথমেই তাঁর শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। এরপর সুইসদের গ্যাভ্রানোভিচ গোল করলেও পরে টানা তিনটি শট মিস করে সুইসরা। আর স্পেনের হয়ে ড্যানিয়েল অলমো, জেরার্ড মোরেনো আর মিকেল ওয়ারজাবালা গোল করলে সেমিফাইনাল নিশ্চিত হয় স্পেনের।

গোটা ম্যাচ জুড়ে ৭২ শতাংশ বল দখলে রেখে সুইসদের রক্ষণে একের পর এক আক্রমণ করে গেছে স্প্যানিশরা। ২৪টি গোলের সুযোগ তৈরি করে ২৮টি শট নেয় স্প্যানিশরা, যার মধ্যে ১০টি শটই ছিল লক্ষ্যে। অন্যদিকে স্পেনের আক্রমণের সামনে পাত্তায় পায়নি সুইসরা। নির্ধারিত ৯০ মিনিট সমতায় শেষের পর অতিরিক্ত সময়ের ৩০ মিনিটও স্প্যানিশদের রুখে রাখেন সুইস গোলরক্ষক ইয়ান সমার। একের পর এক সেভ দিয়ে সুইসদের নিয়ে যান টাইব্রেকারে। তবে সেখানে দুই দুইবার সুইসদের সুযোগ করে দিলেও টানা তিন শট মিস করে কোয়ার্টারে শেষ হয় সুইসদের ইউরো যাত্রা।

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে ম্যাচের আট মিনিটের মাথায় ড্যানিশ জাকারিয়ার আত্মঘাতী গোলে লিড নেয় স্পেন। কোকের নেওয়া কর্নার থেকে লাফিয়ে উঠেও বলে মাথা ছোঁয়াতে পারেননি লাপোর্তা। তবে বল পেয়ে যান জর্দি আলবা, সেখান থেকে ভলি শট নেন তিনি। আর আলবার শট জাকিয়ারিয়ার পায়ে লেগে দিক পালটে জড়ায় জালে।

গোল হজম করার পরে আরও এক ধাক্কা খায় সুইসরা। ম্যাচের ২০তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় এম্বোলো পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। আর তাতেই সুইসদের আক্রমণের ধার কমে যায়। প্রথমার্ধে আরও বেশকিছু গোলের সুযোগ তৈরি করে স্প্যানিশরা কিন্তু কিছুতেই সুইসদের রক্ষণদূর্গে আর ফাটল ধরাতে পারেনি।

বিজ্ঞাপন

বিরতির পর ফিরেই ম্যাচে ফেরার দারুণ এক সুযোগ পায় সুইসরা। কর্নার থেকে আসা বল লাফিয়ে উঠেও মাথা ছোঁয়াতে পারেননি জাকারিয়া আর সেই সুযোগেই ফারান তোরে বল বিপদমুক্ত করেন। ৬৪তম মিনিটে সমতায় ফেরার খুব কাছে পৌঁছে যায় সুইসরা। বাঁ দিক থেকে ভার্গাসের বাড়ানো বল পেয়ে যান জুবের, এরপর ডি-বক্সে ঢুকে শটও নেন তিনি কিন্তু স্পেন গোলরক্ষক উনাই সিমন্স কোনো রকমে তা ফিরিয়ে দেন কর্নারের বিনিময়ে।

দারুণ কিছু প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরে ম্যাচের ৬৮তম মিনিটে রোমেরো ফ্রেউলারের অ্যাসিস্ট থেকে গোল করে সুইসদের সমতায় ফেরান জার্দান শাকিরি। দুই স্প্যানিশ সেন্টার ব্যাক পাও তোরেস এবং লাপোর্তের মধ্যে ভুল বুঝাবুঝির সুযোগের সর্বোচ্চ সুবিধা নেয় রোমেরো এবং শাকিরি। ডি-বক্সের ঠিক মাঝখানে শাকিরির উদ্দেশে বল বাড়ান রোমেরো এরপর ঠান্ডা মাথায় দলকে সমতায় ফেরান শাকিরি।

তবে ম্যাচের ৭৭তম মিনিটে বড় ধাক্কা খায় সুইসরা। জেরার্ড মোরেনোকে স্লাইড ট্যাকেল করেন আর বলও জেতেন কিন্তু বিপজ্জনক ট্যাকেলের কারণে তাকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। আর ম্যাচের বাকি থাকা প্রায় ১৩ মিনিট ১০ জনের দল নিয়ে খেলতে হয় সুইসদের।

নির্ধারিত ৯০ মিনিটের শেষ দিকে একের পর এক আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি স্পেন। সুইস গোলরক্ষক ইয়ান সমার একাই রুখে দেন স্প্যানিশদের সকল প্রচেষ্টা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

৯২তম মিনিটে দলকে আবারও লিড এনে দেওয়ার সুযোগ আসে স্প্যানিশদের সামনে। বাঁ দিকে ফাঁকা পেয়ে বল নিয়ে আক্রমণে যান আলবা, সেখান থেকে ডি-বক্সের ভেতর  দারুণ এক ক্রস করেন জেরার্ড মোরেনোর উদ্দেশে। তবে ডি -বক্সের ভেতর দারুণ বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন মোরেনো। এর মিনিট চারেক পরে ইয়ান সমারের দারুণ সেভে আবারও প্রতিহত হয় আলবার শট।

ম্যাচের বাকি সময় কেবল ইয়ান সমার বনাম স্পেনের আক্রমণভাগের খেলা হয়। আর তাতেই শেষ পর্যন্ত জয়ী সুইস গোলরক্ষক সমার। স্পেনের সব আক্রমণকে প্রতিহত করে দলকে টাইব্রেকারে নিয়ে যান তিনিই।

ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া সুইসরা কিছুটা আত্মবিশ্বাসীই ছিল। আর সেই সঙ্গে প্রথমে শট নেওয়া স্প্যানিশ অধিনায়ক সার্জিও বুস্কেটস আরও বেশি সুযোগ করে দেন সুইসদের। প্রথম শট মিস করে বসেন তিনি আর সুইসদের হয়ে প্রথম গোলটি করেন গ্যাভ্রানোভিচ। তবে এরপর সুইসদের টানা তিনটি শট মিস করেন ফ্যাবিয়ান স্কার, ম্যানুয়েল অ্যাকাঞ্জি এবং রুবেন ভার্গাস। অন্যদিকে স্পেনের হয়ে ড্যানিয়েল অলমো, জেরার্ড মোরেনো এবং মিকেল ওয়ারজাবাল গোল করলেও মাঝখানে মিস করেন রদ্রি। তবে তাতেও শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় লুইস এনরিকের স্পেন। আর সেমিফাইনালের টিকিট কাটে স্পেন।

সারাবাংলা/এসএস

ইউরো ২০২০ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ কোয়ার্টার ফাইনাল টপ নিউজ সেমি ফাইনাল স্পেন বনাম সুইজারল্যান্ড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর