বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা
১ জুলাই ২০২১ ২০:৪৩ | আপডেট: ১ জুলাই ২০২১ ২৩:১৭
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ২০ সদস্যের দলে অধিনায়ক যথারীতি শন উইলিয়ামস।
চলতি মাস থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্নাঙ্গ সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সিরিজ খেলতে ইতোমধ্যেই জিম্বাবুয়ে পৌঁছেছে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে থাকা সদস্যরা।
সূচী অনুযায়ী আগামী ৭ জুলাই মাঠে গড়াবে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক) রেগিস চাকাভা, তেন্দাই চাতারা, তেন্দাই চিসোরো, তানাকা চিভাঙ্গা, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জংউই, রয় কাইয়া, তাকুদজাভানাশে কাইতানো, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।