চলে গেলেন বাফুফের হেড অব মিডিয়া অমিত
৩০ জুন ২০২১ ২০:১৮ | আপডেট: ৩০ জুন ২০২১ ২০:২২
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অফ মিডিয়া আহসান আহমেদ অমিত অর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভোগা অমিত ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত ২৪ জুন তার কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। আজ বুধবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেখানে হঠাৎ স্ট্রোক করেন অমিত।
এরপর বহু চেষ্টা করেও তাকে ফেরাতে ব্যর্থ হয়েছেন চিকিৎসকরা। খবরটি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমী।
প্রিমিয়ার লিগে মোহামেডান-বসুন্ধরা কিংসের ম্যাচ চলাকালে নওমী সংবাদমাধ্যমকে বলেন, ‘অমিত ভাই আর নেই।’
আহসান আহমেদ অমিত ক্রীড়াঙ্গনে পরিচিত একজন সংগঠক ছিলেন। তৃণমূল পর্যায়ে খুবই পরিচিত ছিলেন তিনি। পরে হেড অব মিডিয়া হিসেবে যোগ দেন বাফুফেতে।