জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন টাইগাররা
২৯ জুন ২০২১ ১৪:৫০ | আপডেট: ২৯ জুন ২০২১ ১৭:১৩
জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মঙ্গলবার দেশ ছাড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইন্স যোগে জিম্বাবুয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে টিম বাংলাদেশ।
সফরে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। টেস্ট ম্যাচকে সামনে রেখে আজ টেস্ট দলের সদস্যরা রওনা দিয়েছেন। ওয়ানডে সিরিজের দলে জায়গা পাওয়া ক্রিকেটাররা জিম্বাবুয়ে যাবেন ৯ জুলাই। আর টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পাওয়ারা যাবেন ১৬ জুলাই।
সাকিব আল হাসান আজ দলের সঙ্গে যাননি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্ব খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরে গেছেন সাকিব। সেখান থেকে সরাসরি জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের।
উল্লেখ্য, দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে জুলাইয়ের ৭-১১ তারিখে। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শুরুর আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সফরকারীরা। ওয়ানডে সিরিজটি শুরু হবে ১৬ জুলাই থেকে। সিরিজের পরবর্তী দুই ম্যাচ ১৮ ও ২০ জুলাই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২৩ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ তারিখে।
সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টট ক্লাব মাঠে। স্বাভাবিকভাবেই সিরিজটি হবে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে।
টপ নিউজ বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সাকিব আল হাসান