Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিটকে পড়া ফেলিপের জায়গায় অরতিজকে ডাকলেন ব্রাজিল কোচ


২৭ জুন ২০২১ ২০:০৯

রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে উড়তে থাকা নেইমারে ব্রাজিল। তার আগে দুঃসংবাদ পেয়েছে সেলেকাওরা। ডান পা মচকে গেছে অভিজ্ঞ সেন্টারব্যাক ফেলিপে মান্তেইরোর। ফলে কোপায় তো নয়ই, আগামী মৌসুমের শুরুতেও অনেকদিন খেলতে পারবেন না অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার।

গত ১৬ তারিখে ডান পায়ে আঘাত পান ফেলিপে। এতোদিন দলের সঙ্গেই ছিলেন তিনি। প্রথমে চোট অতোটা গুরুতর মনে হয়নি। তবে পরে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, মচকে গেছে ফেলিপের পা।

বিজ্ঞাপন

থিয়াগো সিলভা, মার্কিনিওস, এদের মিলিতাওদের কারণে মূল একাদশে অবশ্য সেভাবে সুযোগ মিলছে না ফেলিপের। তবুও অ্যাটলেটিকো মাদ্রিদের এই ডিফেন্ডারকে বেঞ্চে রেখে নিশ্চয় বাড়তি তৃপ্তি পাচ্ছিলেন ব্রাজিল কোচ তিতে। অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণের অন্যতম সেরা সৈনিক তিনি।

ইতোমধ্যেই ফেলিপের জায়গায় নতুন একজনকে দলে ডেকেছেন তিতে। তিনি হচ্ছেন রেড বুল ব্রাগান্তিনোর রাইটব্যাক লিও অরতিজ। রেড বুল ব্রাগান্তিনোর হয়ে সম্প্রতি দারুণ খেলছিলেন অরতিজ।

কোপা আমেরিকা ২০২১

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর