Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রোয়েশিয়া শিবিরে করোনার হানা


২৭ জুন ২০২১ ১৭:০০

করোনাভাইরাস বেশ আতঙ্ক ছড়াচ্ছে কোপা আমেরিকায়। করোনা এবার হানা দিয়েছে ইউরোতেও। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ক্রোয়েশিয়ার তারকা ফরোয়ার্ড ইভান পেরিসিচ।

আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘খেলোয়াড়দের নিয়মিত কোভিড পরীক্ষার ফলাফল ফেডারেশনের হাতে এসেছে। সেখানে দেখা গেছে ইভান পেরিসিচ কোভিড পজিটিভ হয়েছেন।’

অন্তত ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে পেরিসিচকে। অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে স্পেনের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটাতে তিনি যে খেলতে পারবেন না তা মোটামুটি নিশ্চিত। স্পেনকে হারিয়ে ক্রোয়েশিয়া পরবর্তী রাউন্ডে উঠলে সেখানেও পেরিসিচের খেলার সম্ভবনা কম। ক্রোয়েশিয়ার জন্য হয়তো তার চেয়েও বড় চিন্তা, পেরিসিচের সঙ্গে আর কে করোনায় আক্রান্ত হলেন কিনা?

এবারের ইউরোতে এখন পর্যন্ত দারুণ ফর্মে আছেন ইন্টার মিলান তারকা। গ্রুপের তিন ম্যাচেই রেখেছেন দারুণ অবদান। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোল করেছেন। স্কটল্যান্ডের বিপক্ষে গোলকরার পাশাপাশি নিকোলাস ভ্লাসিচ আর লুকা মডরিচের গোলেও ছিল তার বড় অবদান। পেরিসিচের এমন ফর্ম ক্রোয়েশিয়ার আক্রামণভাগকে আরও শক্তিশালী করেছিল। সেই পেরিসিচকেই এখন পাচ্ছে না ক্রোয়েশিয়া।

পেরিসিচের শূন্যস্থান পূরণে নিকোলাস ভ্লাসিচ, আনতে রেবিচ, ব্রুনো পেতকোভিচ, ইয়োসিপ ব্রেকালো, লুকা ইভানুসেচের কথা ভাবতে হবে ক্রোয়েশিয়ান কোচকে।

ইউরো ২০২০ ক্রোয়েশিয়া

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর