Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রিয়া বাঁধা পেরিয়ে শেষ আটে ইতালি


২৭ জুন ২০২১ ০৭:০২ | আপডেট: ২৭ জুন ২০২১ ০৭:০৮

রক্ষণ যেন ‘চীনের মহাপ্রাচীর’ বানিয়ে রেখেছিল অস্ট্রিয়া। কিছুতেই ভাঙতে পারছিল না ইতালি। অবশেষে গোল মিলেছে দুই বদলির কল্যাণে অতিরিক্ত সময়ের খেলায়। যাতে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইতালি।

লন্ডনের ওয়েলম্বলি স্টেডিয়ামে পাওয়া এই জয়ে ৮২ বছর আগের একটি রেকর্ড ভেঙেছে ইতালি। ১৯৩৫ থেকে ১৯৩৯ এই সময়ের মধ্যে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ইতালি। অস্ট্রিয়াকে হারিয়ে আজ টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল রবের্তো মানচিনির দল। ইতালি সর্বশেষ হেরেছিল ২০১৮ সালে, নেশন্স কাপে পর্তুগালের বিপক্ষে।

বিজ্ঞাপন

দুর্দান্ত ফর্মে থাকা ইতালিকে রুখতে নিজেদের রক্ষণ ইস্পাতসম করার পাশাপাশি প্রতিআক্রমণের ছক কষে অস্ট্রিয়া। প্রথমার্ধে এই ছকে পুরোপুরি সফল দলটি। প্রতিআক্রমণে বারবারই ভীতি ছড়িয়েছে দলটি। কিন্তু শেষঅর্ধে গিয়ে তালগোল পাকিয়েছে বারবার। অস্ট্রিয়ার জমাট রক্ষণে প্রথমার্ধে ইতালিও সুবিধা করতে পারেনি।

৩২ মিনিটে ইম্মোবিলের অচমকা একটা শটই কেবল প্রথমার্ধে ইতালির বলার মতো আক্রমণ। পোস্টে লেগে প্রতিহত হয়েছে বাঁকানো সেই শটটি। ৫৬ মিনিটে অস্ট্রিয়ান তারকা ডাভিড আলবার ফ্রি-কিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়। ৬৫ মিনিটে বল জালে জড়িয়ে দেন অস্ট্রিয়ার মার্কো আর্নাউতেভিচ। কিন্তু অফসাইডে গোল বাতিল হয়েছে।

কিছুতেই যখন কিছু হচ্ছিল না তখন নির্ধারিত সময়ের শেষ সময়ে জোড়া পবির্তন আনেন ইতালির কোচ মানচিনি। ইম্মোবিলে ও দামিনিকো বেরার্দিকে তুলে আন্দ্রেয়া বেলোত্তি ও ফেদেরিকো কিয়েসাকে নামান তিনি। অতিরিক্ত সময়ে গিয়ে এই পরিবর্তনটাই কাজে লেগেছে।

বিজ্ঞাপন

৯৫ মিনিটে স্পিনাৎসোলারের দারুণ এক লব ধরে ছয় গজের বক্স থেকে বল জালে জড়িয়ে ইতালিকে ১-০ তে এগিয়ে নেন কিয়েসা। ছয় মিনিট পর আরেকটা গোল পেয়ে যায় নির্ধারিত সময়ে গোলের দেখা না পাওয়া ইতালি। অচমকা শটে ইতালিকে দুই নম্বর গোলটা এনে দেন মাত্তেও পেসিনা।

অতিরিক্ত সময়ের ১১৪ মিনিটে দারুণ এক গোল করে নাটকীয়তার আভাস দিয়েছিলেন অস্ট্রিয়ার সাসা কালাইজিচ। তবে এরপর আর অস্ট্রিয়াকে কোনো সুযোগ দেয়নি ইতালির পরীক্ষিত রক্ষণভাগ। যাতে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে ইতালি।

ইউরো ২০২০ ইতালি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর