Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিপিএলের সেরা বোলার সাইফউদ্দিন, ব্যাটিংয়ে মিজানুর


২৬ জুন ২০২১ ২০:০০

চৈত্র-আষাঢ় মিলিয়ে অনুষ্ঠিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বেশিরভাগ ম্যাচই পড়েছে বৃষ্টির কবলে। ঘরোয়া ক্রিকেটের মর্যাদার টুনামেন্টটি চলাকালে কিছু বিতর্কও হয়েছে। তবে মাঠে লড়াই হয়েছে বেশ জমজমাট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওয়ানডের বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছে এবারের ডিপিএল। ফলে ফেভারিট তত্ত্বের ব্যবধানটানটা কমই ছিল। জাতীয় দলের প্রায় সব তারকারাই খেলেছেন এবারের ডিপিএলে, ফলে আগ্রহটা ছিল আরও বেশি। আবাহনী লিমিটেডের হ্যাটট্রিক শিরোপা জয়ের মধ্যদিয়ে আজ ইতি হলো এবারের ডিপিএলের।

বিজ্ঞাপন

ডিপিএলে নজর কেড়েছেন বেশ কয়েকজন তরুণ। এই টুর্নামেন্টে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাকই পেয়েছেন তরুণ শামীম হোসেন পাটোয়ারি। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানের ক্ষেত্রেও তাই। নজর কেড়েছেন তরুণ শেখ মেহেদি হাসান, মাহমুদুল হাসান জয়, মুনিম শাহরিয়ার, শরিফুল ইসলামরা। পরীক্ষিতরাও পারফর্ম করেছেন।

জমজমাট ডিপিএলে ব্যাটহাতে সবচেয়ে বেশি রান করেছেন ব্রাদার্স ইউনিয়নের মিজুনার রহমান। যৌথভাবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আহাহনীর পেসার সাইফউদ্দিন ও প্রাইম দোলেশ্বরের পেসার কামরুল ইসলাম রাব্বি।

রান সংগ্রহের তালিকায় সেরা পাঁচে আছেন যথাক্রমে- মিজানুর রহমান, মাহমদুল হক জয়, নুরুল হাসান সোহান, নাইম শেখ ও নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ে সর্বোচ্চ উইকেট নেওয়া পাঁচজন হলেন- সা্ইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও জিয়াউর রহমান।

মিজানুর ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১টি সেঞ্চুরি তিনটি হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৪১৮। গড় ৫২.২৫, স্ট্রাইকরেট ১৩৩.৯৭। মাহমুদুল হাসান জয় ওল্ড ডিওএইচএসের হয়ে ১৩ ম্যাচে ৩৯২ রান করেছেন। সর্বোচ্চ ৮৫, গড় ৪৩.৫৫, স্ট্রাইকরেট ১২১.৩৬। নুরুল হাসান সোহান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ১৪ ইনিংসে ব্যাটিং করে ৩৮২ রান করেছেন। সর্বোচ্চ ৬৬, গড় ৩৮.২০, স্ট্রাইকরেট ১৫২.৮০।

নাইম শেখ আবাহনীর হয়ে ১৬ ম্যাচের ১৫টিতে ব্যাটিং করে ৩৭৫ রান করেছেন। সর্বোচ্চ ৭০, গড় ২৮.৮৪, স্ট্রাইকরেট ১২৩.৭৬। নাজমুল হোসেন শান্ত আবাহনীর হয়ে ১৬ ম্যাচের ১৫টিতে ব্যাটিং করে ৩৬৮ রান করেছেন। সর্বোচ্চ ৬৫, গড় ২৬.২৮, স্ট্রাইকরেট ১২৬.৮৯।

বোলিংয়ে আবাহনীর হয়ে সাইফউদ্দিন ১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন। গড় ১৫.৮০, ইকোনোমি ৬.৭৯, সেরা বোলিং ৪/১৮। কামরুল ইসলাম রাব্বি প্রাইম দোলেশ্বরের হয়ে ১৭ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন। গড় ১৩.৭৬, ইকোনোমি ৭.৩৮, সেরা বোলিং ৪/১১। শরিফুল ইসলাম প্রাইম ব্যাংকের হয়ে ১৬ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। গড় ১৭.৭৭, ইকোনোমি ৭.১৩, সেরা বোলিং ৩/২৩।

বিজ্ঞাপন

তানভির ইসলাম শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে ১১ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছেন। গড় ৯.৩৬, ইকোনোমি ৪.৭৯, সেরা বোলিং ৪/২৩। জিয়াউর রহমান শেখ জামালের হয়ে ১৬ ম্যাচের ১৩টিতে বোলিং করে ১৮ উইকেট নিয়েছেন। গড় ১৫.৫০, ইকোনোমি ৬.৮৩, সেরা বোলিং ৩/২৯।

ঢাকা প্রিমিয়ার লিগ মিজানুর রহমান সাইফুদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর