হ্যাটট্টিক শিরোপা জিতল আবাহনী
২৬ জুন ২০২১ ১৮:২৯ | আপডেট: ২৬ জুন ২০২১ ১৮:৫২
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে হ্যাটট্টিক শিরোপা জয়ের গৌরব লাভ করল দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। ২০১৯-২০ মৌসুমের অঘোষিত ফাইনালে প্রাইম ব্যাংককে ৮ রানে হারিয়ে টানা তিন মৌসুমে লিগ শিরোপা ঘরে তোলে কোচ খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা।
শনিবার (২৬ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের খরচায় ১৫০ রান সংগ্রহ করে আবাহনী লিমিটেড। আকাশি নীলদের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৪৫ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ (৩৯) রানে এসেছে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে।
মূলত এই দুজনের ব্যাটেই জয় দেখে আবাহনী লিমিটেড। দলীয় ৩১ রানে ৩ উইকেট হারিয়ে আবাহনী যখন পুরোদস্তুর ব্যাকফুটে তখন তাদের অনবদ্য ৭০ রানের জুটিতে দেরশ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় মোসাদ্দেক হোসেন সৈকত অ্যান্ড কোং। যা তাদের জয়ের পথ সুগম করে।
প্রাইম ব্যাংকের হয়ে রুবেল হোসেন ২টি, মোস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম ও রুবেল মিয়া ১টি করে উইকেট নিয়েছেন।
জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে দলের ব্যাটিং ব্যর্থতায় ৯ উইকেটের খরচায় ১৪২ রান সংগ্রহে সমর্থ হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
দলের হয়ে রুবেল মিয়া খেলেছেন সর্বোচ্চ ৪১ (৪৩) রানের ইনিংস। ১৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪* রানের বিস্ফোরক ইনিংস এসেছে অলোক কাপালির ব্যাট থেকে। এছাড়া আর কোন ব্যাটারই ২০ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি।
আবাহনীর হয়ে মোহাম্মদ সাইফ উদ্দিন ৪টি, মেহেদি হাসান রানা ২টি, আরাফাত সানি ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট নিয়েছেন।