Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২১ ১৬:৪১ | আপডেট: ২৬ জুন ২০২১ ১৭:০০

জন লুইসের পর বাংলাদেশ জাতীয় ক্রিকট দলের নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে অবশ্য কেবল জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত কাজ করার জন্য চুক্তি সই করেছে টাইগার ক্রিকেট প্রশাসন।

শনিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অ্যাশওয়েল প্রিন্স জিম্বাবুয়ে সিরিজ ২০২১ পর্যন্ত বিসিবি’র সঙ্গে কাজ করবেন বলে চুক্তি করেছেন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন- টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ

সাবেক প্রোটিয়া ব্যাটার অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ব্যাটিং কোচ জন লুইসের জায়গায়। ইংলিশ জন লুইসের আগে এই দায়িত্বে ছিলেন আরেক প্রোটিয়া নেইল ম্যাকেঞ্জি। এবার ম্যাকেঞ্জি ও লুইসের পর টাইগার ব্যাটারদের দেখভালের দায়িত্ব পেলেন প্রিন্স।

দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে টেস্ট, ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাটে মোট ১১৯টি ম্যাচ খেলেছেন অ্যাশওয়েল প্রিন্স। এর মধ্যে ৬৬ টেস্টে ৪১ দশমিক ৬৪ গড়ে রান করেছেন ৩ হাজার ৬৬৫। ২০১১ সালের ডিসেম্বরে খেলেছেন শেষ টেস্ট। এরপর ক্রিকেট ছেড়ে শুরু করেছেন কোচিং। আর এই ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে সম্পন্ন করেছেন লেভেলে-৩ কোচিং প্রশিক্ষণ।

সারাবাংলা/এমআরএফ

অ্যাশওয়েল প্রিন্স টপ নিউজ বিসিবি ব্যাটিং কোচ

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর