চিলিকে হারিয়ে শক্ত অবস্থানে প্যারাগুয়ে
২৫ জুন ২০২১ ১১:০৩ | আপডেট: ২৬ জুন ২০২১ ১১:০৫
কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী দল চিলির বিরুদ্ধে দারুণ এক জয় তুলে নিয়েছে প্যারাগুয়ে। আর্জেন্টিনার বিপক্ষে হারলেও বলিভিয়া ও চিলির বিপক্ষে পাওয়া জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের টেবিলে দ্বিতীয়স্থানে রয়েছে দলটি। অন্যদিকে গ্রুপ পর্বে নিজেদের সবগুলো ম্যাচ খেলে ২ ড্র ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে চিলি। টেবিলের তলানীতে থাকা বলিভিয়া কোনো ম্যাচ না জেতায় ‘এ’ গ্রুপের বাকি সবগুলো দলই কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলেছে।
বাংলাদেশ সময় শনিবার ভোরে ব্রাজিলের মানে গারিঞ্চা স্টেডিয়ামে খেলাটি মাঠে গড়ায়। ম্যাচের ৩৩ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। দলের পক্ষে গোলটি করেন ব্রাইন সামুদিও। প্রথমার্ধে আর কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে চিলি গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। প্যারাগুয়ের রক্ষণভাগের ভালোই পরীক্ষা নেন ভিদাল-ভারগাসরা। কিন্তু উল্টো ৫৮ মিনিটে আবারও গোল হজম করতে হয় তাদের। প্যারাগুয়ের পক্ষে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন মিগুয়েল আলমিরন।
এই পর্যন্ত এই গ্রুপের শীর্ষ দল আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্র থেকে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছেন লিওনেল স্কলানির শিষ্যরা।
সারাবাংলা/এএম