Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিঞ্চের চোখে বাংলাদেশ সিরিজ তরুণদের প্রমাণের সুযোগ

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২১ ১৭:৪০

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী জুলাই-আগস্টে সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। এর আগে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ খেলবে অজিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে এই দুটি সিরিজে বিশ্রামের অজুহাত দিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েল সহ সাত তারকা ক্রিকেটার। তাদের পরিবর্তে ২৩ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ছয় তরুণ ক্রিকেটার।

বিজ্ঞাপন

গত কয়েকবছর ধরেই বিগ ব্যাশ লিগ (বিবিএল) কিংবা অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করে আসছেন। তাই অজিদের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ মনে করছেন, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর এই নতুন ক্রিকেটারদের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নিজেদের জায়গা মজবুত করার সুযোগ তৈরি করে দেবে।

তিনি বলেন, ‘আমার ধারণা এই সফরটি নতুনদের জন্য বিশ্বকাপে তাদের জায়গা মজবুত করার সুযোগ তৈরি করে দেবে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ান ক্রিকেট সম্পর্কে আমার মনে হয় দুর্দান্ত জিনিসটি হলো যারা বিবিএল এবং ঘরোয়া ক্রিকেটে সত্যিই দুর্দান্ত পারফর্ম করছে, তারাই সুযোগ পাচ্ছে।’

ফিঞ্চ আরও যোগ করেন, ‘আমার মতে অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলা এবং ভালো করাই চূড়ান্ত বিষয়। তাই এই সফরে যারা নিজেদের মেলে ধরার এবং জায়গা মজবুত করার জন্য প্রথমবার সুযোগ পেল এটা তাদের জন্য সুখবর। সত্যিই ভালো আন্তর্জাতিক পারফরম্যান্স উপেক্ষা করা কঠিন।’

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে পারে এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভেন্যু হিসেবে যদিও সংযুক্ত আরব আমিরাতের কথা শোনা যাচ্ছে। তবে ফিঞ্চের মতে বাংলাদেশ কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরিবেশ ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতোই। যা তাদের বিশ্বকাপের প্রস্তুতি নিতে সহায়তা করবে।

ফিঞ্চ বলেন, ‘আপনাকে বর্তমান ফর্মের দিকে দেখতে হবে। আমি ধারণা করছি টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে পরিবেশে খেলব তার সাথে এই সফরের পরিবেশ অনেকটা একই রকম হবে। বিশ্বকাপ যেখানেই হোক না কেন বিশেষত সেন্ট লুসিয়া এবং বাংলাদেশের পরিবেশ ভারত বা সংযুক্ত আরব আমিরাতের মতোই।’

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসার কথা রয়েছে আগামী আগস্টের শুরুতেই।

সারাবাংলা/এসএস

অ্যারন ফিঞ্চ তরুণদের সুযোগ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর