Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামিমের বিস্ময়কর ব্যাটিংয়ে জিতল দোলেশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২১ ২২:৩৬

টেবিল টপার প্রাইম ব্যাংককে হারাতে লক্ষ্যটা খুব বড় ছিল না প্রাইম দোলেশ্বরের। মাত্র ১২৭রান। কিন্তু তারপরেও ৬৯ রান তুলতেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে অবর্ণনীয় এক চাপ তৈরি করল ফরহাদ রেজা অ্যান্ড কোং। তবে শামিম পাটোয়ারির অবিশ্বাস্য ব্যাটিংয়ে সেই চাপ আর থাকল না, উবে গেল কর্পুরের মতোই। ৩০ বলে অপরাজিত ৫২ রানের বিস্ফোরক এক ইনিংস খেললেন সদ্যই জাতীয় দলের আঙিনায় আসা এই অলরাউন্ডার। তাতে ৫ উইকেটের জয়ে মাঠ ছাড়ল দোলেশ্বর।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে টস জিতে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদারের ৫৯ (৪১) ও নাহিদ ইসলামের ২৭ (২৮) রানে ভর করে ১৯.৫ ওভারেই ১২৬ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

দোলেশ্বরের হয়ে শফিকুল ইসলাম ৪টি, কামরুল ইসলাম ৩টি ও শরিফুল্লাহ ১টি উইকেট নেন।

জয়ের জন্য ১২৭ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমেও সুবিধা করে উঠতে পারছিল না দোলেশ্বরের টপ অর্ডার ব্যাটাররা। ৬৯ রান তুলতেই বিদায় নেন ইমরানুজ্জামান (১), তওকির খান (৮), সাইফ হাসান (২৭) ও ফজলে রাব্বি (২৫)। পাঁচে নামা মার্শাল আইয়ুব ও ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারেননি। নামের পাশে মাত্র ১৩ রান যোগ করেই নিজের ইনিংসের ফুল স্টপ টেনে দেন।

উপরের দিকে সতীর্থরা যখন একের পর এক ব্যর্থতার খাতায় নাম লিখিয়ে ফিরে গেলেন ঠিক তখন ত্রাতার ভূমিকায় আবির্ভুত হলেন তরুণ শামিম। প্রাইম ব্যাংকের জাতীয় দলের পেস ত্রয়ী মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রুবেল হোসেনের বল মুহুর্মুহু সীমানার বাইরে পাঠিয়ে ৭ বল বাকি থাকতেই ১৩০ রান তুলে দলকে লক্ষ্যে পৌঁছে দেন।

প্রাইম ব্যাংকের হয়ে রুবেল হোসেন ২টি ও শরিফুল ইসলাম ১টি উইকেট নিয়েছেন।

এই হারে ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান হারিয়ে দুইয়ে নেমে এল প্রাইম ব্যাংক। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ২২। সমান সংখ্যক ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আবাহনী লিমিটেড। আর সমান সংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে প্রাইম দোলেশ্বর।

সারাবাংলা/এমআরএফ/এসএস

ডিপিএল দোলেশ্বর বনাম প্রাইম ব্যাংক দোলেশ্বরের জয় শামিম পাটোয়ারি সুপার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর