Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোল্ডারকে হটিয়ে শীর্ষে জাদেজা


২৩ জুন ২০২১ ১৯:২৩ | আপডেট: ২৩ জুন ২০২১ ১৯:৪৭

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজটা মোটেও ভালো কাটেনি ওয়স্টে ইন্ডিজের। তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারের পারফরম্যান্স ছিল আরও বাজে। যার প্রভাব পড়ল র‍্যাংকিংয়ে। আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরির শীর্ষস্থান হারিয়েছেন হোল্ডার।

বুধবার (২৩ জুন) টেস্ট র‍্যাংকিংয়ের সপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যাতে দেখা যাচ্ছে, হোল্ডারকে হাটিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিতে সবার ওপরে উঠে বসেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগে জাদেজার চেয়ে রেটিংয়ে অনেকটাই এগিয়ে ছিলেন হোল্ডার। কিন্তু এই সিরিজে এতো বাজে খেললেন যে সব উলট-পালট হয়ে গেল। প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দুই ইনিংস মিলিয়ে মাত্র ১০ রান করার পাশাপাশি বল হাতে দুটি উইকেট নিয়েছেন হোল্ডার। যাতে ২৮ রেটিং পয়েন্ট হারিয়েছেন তিনি।

৩৮৪ রেটিং নিয়ে দুই নম্বরে নেমে গেছেন হোল্ডার। ৩৮৬ রেটিং নিয়ে সবার ওপরে জাদেজা। ২০১৭ সালের আগস্টের পর এই প্রথম অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে বসলেন ভারতীয় তারকা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সেরা হওয়া কুইন্টন ডি কক দুই ধাপ এগিয়ে ব্যাটিং র‍্যাংকিংয়ের ১০ নম্বরে উঠে এসেছেন। ১৮ মাস পর সেরা দশে ঢুকলেন ডি কক। ব্যাটিংয়ের শীর্ষ পাঁচ জায়গায় পরবির্তন হয়নি। যথাক্রমে-স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন, মার্নাস লাবুশানে, বিরাট কোহলি, জো রুট।

বোলিংয়ে একধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছেন কাগিসো রাবাদা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন প্রোটিয়া তারকা। ম্যাচের দ্বিতীয় ইনিংসে হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেওয়া কেশভ মহারাজ এগিয়েছেন তিনধাপ।

বিজ্ঞাপন

বোলারদের র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচেও পরবর্তন নেই। সেরা পাঁচে যথাক্রমে- প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হ্যাজলউড ও নিল ওয়াগনার।

আইসিসি টেস্ট র‌্যাংকিং জেসন হোল্ডার রবীন্দ্র জাদেজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর