ডিপিএলে নিয়মরক্ষার ম্যাচে বিশ্বরেকর্ড
২৩ জুন ২০২১ ১৫:২৯ | আপডেট: ২৩ জুন ২০২১ ১৭:২২
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রূপগঞ্জ এবং পারটেক্স স্পোর্টিং ক্লাবের মধ্যকার আজকের ম্যাচটা ছিল নিয়ম রক্ষার। টুর্নামেন্টে জয়ের মুখ না দেখা পারটেক্স আগেই লিগ থেকে বাদ পড়েছে, অন্য দিকে রূপগঞ্জ গতকাল টিকে থাকা নিশ্চিত করেছে। তবু রেলিগেশন এই ম্যাচটা বাড়তি আলোচনা ছড়াচ্ছে। বিশ্বরেকর্ড যে হলো এই ম্যাচে। লিগের সর্বোচ্চ স্কোরের রেকর্ডও হলো।
বুধবার (২৩ জুন) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির তিন নম্বর মাঠে প্রথমে ব্যাটিং করে ঠিক ২০০ রান তোলে রূপগঞ্জ। চলতি লিগে এটা সর্বোচ্চ স্কোরের রেকর্ড। পরে ব্যাট করা পারটেক্স ২৭ রানে ম্যাচ হারলেও নবম উইকেট জুটিতে বিশ্বরেকর্ড গড়েছেন দলটির দুই ব্যাটার ইসহারুল ইসলাম ও জয়নুল ইসলাম।
প্রথমে ব্যাটিং করতে নামা রূপগঞ্জকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার মেহেদি মারুফ ও জাকের আলি। ওপেনিংয়ে ১৬৯ রান তোলেন দুজন। দেশের ঘরোয়া টি-টোয়েন্টিতে এটা দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। ২০১২ সালের বিপিএলে লুইস ভিনসেন্ট ও শাহরিয়ার নাফিস ১৯৭ রান তুলেছিলেন ওপেনিংয়ে, সেটাই বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টিতে সেরা ওপেনিং জুটি।
সেঞ্চুরি ডাকছিল মেহেদি মারুফকে। কিন্তু ১৮তম ওভারে শাহাদাত হোসেনের বলে ৯৪ রানে আউট হয়ে গেলেন। ৯৪ রান করতে ৬১ বলে ৯টি চার ৬টি ছয় মেরেছেন মারুফ। জাকের ৪৮ বলে ৫টি চার ৪টি ছয়ে ৭৬ রান করে আউট হয়েছেন। শেষ দিকে সাব্বির রহমান ৮ বলে ১৩ রান করে রূপগঞ্জকে ২০০ পর্যন্ত নিয়েছেন।
পাহাড় ডিঙাতে নেমে লিগে জয় না পাওয়া পারটেক্স পথ হারিয়েছে শুরুতেই। ৯৬ রানের মাথায় সপ্তম উইকটে হারিয়ে বসে দলটি। কিন্তু তারপর ইসহারুল-জয়নুল মিলে যে বিশ্বরেকর্ডই গড়ে বসেন সেটা কে ভেবেছিল!
নবম উইকেট জুটিতে শেষ পাঁচ ওভারে ৭৩ রান তোলেন দুজন। দুজন মিলে ছক্কা মেরেছেন ৫টি, চার ৬টি। টি-টোয়েন্টি ইতিহাসে নমব উইকেট জুটিতে অতীতে এতো রান তুলতে পারেননি কেউ। আগের রেকর্ডটি গড়েছিলেন কোরি আন্ডারসন ও জভ ডেভির। ২০১৭ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে নবম উইকেটে ৬৯ রান তুলেছিলেন সামারসেটের দুই ব্যাটার।
ইসহারুল ২২ বলে ৪টি চার ২টি ছক্কায় ৩৮ রান করেন। জয়নুল ১৪ বলে ১টি চার ৪টি ছক্কায় ৩৭ রান করেন। পারটেক্সের ইনিংস থামে ৮ উইকেটে ১৭৩ রানে। রূপগঞ্জের হয়ে ৩ উইকেট নেন সোহাগ গাজী। ২টি উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম।
ঢাকা প্রিমিয়ার লিগ পারটেক্স স্পোর্টিং ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জ