Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার লিগে হারের বৃত্তে মোহামেডান


২৩ জুন ২০২১ ১৩:৪৪

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে এসে হারের বৃত্তে আটকে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শেষ ছয়ের জমজমাট এই পর্বের তিন ম্যাচ খেলে একটিতেও জয়ের সোল্লাসে ভেসে মাঠ ছাড়া হয়নি দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটির। সুপার লিগের প্রথম দুই ম্যাচে আবাহনী ও প্রাইম ব্যাংকের কাছে টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডির কাছে উড়ে গেছে খড়কুটোর মত।

জয়ের জন্য এই ম্যাচে শেখ জামালের ২০ ওভারে লক্ষ্য ছিল ১৩৪ রান। যা মাত্র ৩ উইকেটের খরচায় ছুঁয়ে ফেলেছে নুরুল হাসান সোহান ও তার দল।

বিজ্ঞাপন

বুধবার (২৩ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শামসুর রহমান শুভ’র ৪৯ (৪০) ও পারভেজ হোসেন ইমনের ৪৬ (৩৫) রানে ভর করে ৯ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শেখ জামালের হয়ে এবাদত হোসেন, জিয়াউর রহমান ৩টি করে ও মিনহাজুল আবেদীন আফ্রিদি ১টি উইকেট নিয়েছেন।

জবাবে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেটের খরচায় ১ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে শেখ জামাল।

দলটির হয়ে সর্বোচ্চ ৩৮ (৪২) রান করেছেন মোহাম্মাদ আশরাফুল। ৩১ বলে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৬ রান এসেছে অধিনায়ক নুরুল হাসারে ব্যাট থেকে। আর ১৭ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন তানবির হায়দার।

মোহামেডানের হয়ে আবু জায়েদ রাহি, শুভাগত হোম ও আসিফ হাসান ১টি করে উইকেট নিয়েছেন।

এই হারে ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৬ দলের মধ্যে টেবিলের তলানিতে পড়ে রইল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমান সংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ মোহামেডান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর