Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, তৃতীয় হয়ে নকআউটে চেক প্রজাতন্ত্র

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২১ ০২:৫৫ | আপডেট: ২৩ জুন ২০২১ ০৩:৩৯

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয় কিংবা ড্র হলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিতো ইংলিশরা। আর হারলে রানার্সআপ হয়ে পরের পর্বের টিকিট কাটতে হতো ইংল্যান্ডের। তবে ওয়েম্বলিতে ঘটেনি কোনো অঘটন। চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ-ডি থেকে চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে গেল ইংল্যান্ড। এদিন ইংলিশদের হয়ে জয়সূচক গোলটি করেন রহিম স্টার্লিং।

ইংলিশদের জন্য পরের রাউন্ডে যাওয়ার সমীকরণ মিলে গিয়েছিল আগেই। জয় কিংবা ড্রতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে আর হারলে রানার্সআপ হয়ে। তবে ইংলিশদের ত্রাতা এদিন রহিম স্টার্লিং। জ্যাক গ্রিলিশের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে জয় এনে দেন আর সেই সঙ্গে ইংলিশদের গ্রুপ চ্যাম্পিয়নও করেন স্টার্লিং।

বিজ্ঞাপন

ম্যাচের দুই মিনিটের মাথায় অবশ্য প্রথম গোলের দেখা পেয়ে পারতেন স্টার্লিং। লুক শ’র কাছ থেকে বল পেয়ে চেক প্রজাতন্ত্রের গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শটে জালের দিকে বল বাড়ান স্টার্লিং তবে সেখানে বাধা গোলপোস্ট। আর তাতেই শুরুতেই লিড নেওয়া হয়নি ইংলিশদের।

এরপর ম্যাচের ১২তম মিনিটে জ্যাক গ্রিলিশের ক্রস থেকে হেডে বল জালে জড়ান রহিম স্টার্লিং। আর তাতেই ১-০ ব্যবধানে লিড নেয় ইংলিশরা।

২৬তম মিনিটে হ্যারি কেনের শট ঠেকিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি চেক গোলরক্ষক তমাস ভাসিলিচ। দুই মিনিট পর পাল্টা আক্রমণে তমাস হোলসের অনেক দূরপাল্লার শট রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। সাত মিনিট পর তমাস সুসেকের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে আবারও বেঁচে যায় স্বাগতিকরা।

প্রথমার্ধের জমজমাট লড়াই বিরতির পর ঝিমিয়ে পড়ে। তেমন কোনো সুযোগই তৈরি হয়নি এই অর্ধে। শেষ দিকে কিছুটা চাপ দেওয়ার চেষ্টা করে বল দখলে পিছিয়ে থাকা চেক প্রজাতন্ত্র। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি চেকরা।

বিজ্ঞাপন

গ্রুপ ডি থেকে তিন ম্যাচে একটি করে জয়, হার এবং ড্র’তে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউটে জায়গা পায় ক্রোয়েশিয়া। গ্রুপের অপর ম্যাচে ইংল্যান্ড চেক প্রজাতন্ত্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় পরের রাউন্ডে। আর ক্রোয়েশিয়ার সমান ৪ পয়েন্ট এবং সমান গোল ব্যবধান হলেও প্রতিপক্ষের জালে কম গোল করায় তিনে থেকে পরের রাউন্ডে জায়গা করে নেয় চেক প্রজাতন্ত্র। আর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ড্র করে ১ পয়েন্ট নিয়ে চারে শেষ করল স্কটল্যান্ড। অপেক্ষা এবার শেষ ষোলোর লড়াইয়ে। আগামী মঙ্গলবার ‘এফ’ গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে ইংল্যান্ড। চেক পজাতন্ত্রের প্রতিপক্ষও এখন ঠিক হয়নি।

সারাবাংলা/এসএস

ইউরো ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ইংল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র গ্রুপ পর্ব টপ নিউজ নকআউট পর্ব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর