Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিকে রইল রুপগঞ্জ, অবনমনে ডিওএইচএস


২২ জুন ২০২১ ১৮:৪৫

ওল্ড ডিওএইচএসকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের আগামী মৌসুমের খেলা নিশ্চিত করল লিজেন্ডস অব রুপগঞ্জ। আর রুপগঞ্জের কাছে হেরে লিগ থেকে নেমে গেল ওল্ড ডিওএইচএস। অধিনায়ক নাঈম ইসলামের ঝড়ো ব্যাটে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারে ওল্ড ডিওএইচএস’র বিপক্ষে এই জয় নিশ্চিত করে রুপগঞ্জ।

বৃষ্টি আইনে জয়ের জন্য ১৮ ওভারে রুপগঞ্জের লক্ষ্য ছিল ১২২ রান। যা কিনা ১৭.১ ওভারে ৪ উইকেটের খরচায় তারা ছুঁয়ে ফেলে। নাঈম ইসলাম ১৪ বল থেকে সংগ্রহ করেন ২৭ রান। এছাড়া মেহেদি মারুফ ও সাব্বির রহমানের ব্যাট থেকে এসেছে ৩০ রান করে।

বিজ্ঞাপন

ডিওএইচএস’র হয়ে আব্দুর রশিদ ৩টি ও আসাদুজ্জামান পায়েল ১টি উইকেট নিয়েছেন।

এরআগে মঙ্গলবার (২২ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে আনিসুল ইসলাম ইমনের ৩৯ বলে ৫১ রানের মৃদু ঝড়ো ব্যাটে ৬ উইকেটে ১১৭ রানের মামুলি সংগ্রহ পায় ওল্ড ডিওএইচএস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলেছেন মাহমুদুল হাসান জয় ও আলিস আল ইসলাম।

রুপগঞ্জের হয়ে হোসেন আলী ৩টি, নাঈম ইসলাম ২টি ও নাবিল সামান ১ উইকেট নিয়েছেন।

রুপগঞ্জের বিপক্ষে এই হারে দ্বিতীয় দল হিসেবে লিগের অবনমন দেখল ডিওএইচএস। প্রথম দল হিসেবে অবনমন দেখেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

ঢাকা প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর