গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বেলজিয়াম, অপেক্ষায় ফিনল্যান্ড
২২ জুন ২০২১ ০২:৫২ | আপডেট: ২২ জুন ২০২১ ০৩:২১
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে রাশিয়া ও ডেনমার্ককে হারিয়ে নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছিল হট ফেভারিট বেলজিয়াম। অপেক্ষা ছিল কেবল শেষ ম্যাচের আনুষ্ঠানিকতার এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। শেষ ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে সেটিও নিশ্চিত হলো এডেন হ্যাজার্ডদের।
বেলজিয়ামের হয়ে এদিন একটি গোল করেন রোমেলো লুকাকু। আরেকটি আসে ফিনল্যান্ডের হ্রাডেকির আত্মঘাতী গোল থেকে। এই ‘তগ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে নাম লেখালো বেলজিয়াম। আর বেলজিয়ামের কাছে দুই গোলের ব্যবধানে হেরে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ-বি তিন নম্বরে নেমে গেল ফিনল্যান্ড। আর তাতেই পরের পর্বে খেলার জন্য সরাসরি টিকিত পেল না ফিনিশিরা।
অবশ্য সরাসরি নকআউটের টিকিট না পেলেও আশা শেষ হয়ে যাচ্ছে না এখনই। অন্যান্য গ্রুপ গুলোর সঙ্গে সমীকরণ মিলিয়ে তিন নম্বর দল হিসেবে ফিনল্যান্ডের এখনও থাকছে পরের পর্বে খেলার সুযোগ।
খাতা-কলমে এবং মাঠের পারফরম্যান্সে ফিনল্যান্ডের চেয়ে যোজন যোজন এগিয়ে বেলজিয়াম। আর তাই তো ম্যাচ শুরুর আগে থেকে এগিয়ে রেড ডেভিলসরা। শুরু থেকেই ফিনিশদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে কেভিন ডি ব্রুইন, এডেন হ্যাজার্ড এবং রোমেলো লুকাকুরা। ম্যাচের ১৬তম মিনিটে ডি ব্রুইনের দুর্দান্ত এক পাস থেকে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন লুকাকু। তবে তার আগেই লাইন্সম্যান অফসাইডের সিদ্ধান্ত জানিয়ে দেন।
দুর্দান্ত সব আক্রমণে ফিনিশদের রক্ষণের একের পর এক পরীক্ষা নিতেই থাকে বেলজিয়াম। তবে রক্ষণের দৃঢ়তা ঠিকই ধরে রাখে ফিনল্যান্ড। ডি ব্রুইন, লুকাকু আর হ্যাজার্ডদের সব প্রচেষ্টাকেই ব্যর্থ করে দিতে থাকে। ম্যাচের ৩৭তম মিনিটে ডি ব্রুইনের কাছ থেকে পাওয়া আরও একটি দুর্দান্ত বল লুকাকুর কাছে, এবারে শট ঠিকঠাক নিলেও তাতে ছিল না জোর। আর তাই তো সহজেই তা রুখে দিলেন হ্রাডেকি।
এরপর প্রথমার্ধের বাকি ফিনল্যান্ডের গোলরক্ষকের আরও বেশ কয়েকবার পরীক্ষা নিলেও তাকে পরাস্ত করতে পারেনি বেলজিয়ান আক্রমণভাগ।
দ্বিতীয়ার্ধের গোলের জন্য মরিয়া হয়ে শুরু করে রেড ডেভিলসরা। তবে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না লুকাকুরা। অবশেষে ম্যাচের ৬৬তম মিনিটে ডি ব্রুইনের রক্ষণচেরা পাস থেকে বল পেয়ে জালে জড়ান লুকাকু। তবে গোলটি বাতিল হয়ে যায় লুকাকুর অফসাইড পজিশনের কারণে।
৭৪তম মিনিটে অবশেষে গোলের দেখায় পায় বেলজিয়ানরা। ডি ব্রুইনের কর্নার থেকে বলে মাথা ছোঁয়ান ভারমালিন, তবে বল গোলপোস্টে লেগে ফিরে আসে। আর ফিনল্যান্ডের গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়। তাতেই ১-০ গোলে লিড পায় বেলজিয়াম।
ম্যাচের ৮১তম মিনিটে ডি ব্রুইনের থ্রু বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের দারুণ শটে গোল করেন লুকাকু। আর তাতেই বেলজিয়াম ২-০ গোলের লিড নেয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ওই ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।
এই জয়ে গ্রুপের তিন ম্যাচের তিনটিতেই জয় পেল বেলজিয়াম। আর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে রেড ডেভিলসরা। অন্যদিকে গ্রুপের অপর ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে পরের রাউন্ডের টিকিট কেটেছে ডেনমার্ক। ফিনল্যান্ড, ডেনমার্ক এবং রাশিয়ার সমান তিন পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ বি থেকে রানার্সআপ হয়ে নকআউটে ডেনমার্ক।
সারাবাংলা/এসএস
ইউরো ২০২০ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ টপ নিউজ বেলজিয়াম বনাম ফিনল্যান্ড