Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনকে অপেক্ষায় রেখে নকআউটে অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২১ ২৩:৫৭ | আপডেট: ২২ জুন ২০২১ ০০:২২

সমীকরণ ছিল বেশ সোজা অস্ট্রিয়া এবং ইউক্রেনের মধ্যে যে দলই জয় পাবে সরাসরি ইউরো ২০২০-এর নকআউটে জায়গা করে নিবে। আর ড্র হলে সামনে আসবে আরও নানান সমীকরণ। তবে এসব সমীকরণের ধার না ধেরেই জয় দিয়েই নকআউট নিশ্চিত করল অস্ট্রিয়া। ইউক্রেনকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করেছে অস্ট্রিয়া।

অস্ট্রিয়ার হয়ে ম্যাচের ২১তম মিনিটে ক্রিস্টফ বাউমারত্নারের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। আর এই জয়ে ইউক্রেনকে ঝুলিয়ে রেখে পরের পর্বে অস্ট্রিয়া। তবে এখনই ইউক্রেনের পরের পর্বে যাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি। অন্যান্য গ্রুপের সঙ্গে সমীকরণ মিলিয়ে এগিয়ে থাকলে তিন নম্বর দল হিসেবে পরের পর্বে যাওয়ার সুযোগ থাকছে ইউক্রেনের।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই ইউক্রেনের ওপর চড়াও অস্ট্রিয়া। দুর্দান্ত সব আক্রমণে ইউক্রেনের রক্ষণের বেশ ভালোই পরীক্ষা নিচ্ছিল ডেভিড আলাবার দল। তাই তো ম্যাচের ঘড়ির কাঁটা ২০ মিনিট ছুঁতে না ছুঁতেই গোলের দেখা পেয়ে যায় অস্ট্রিয়া। ২১তম মিনিটে ডেভিড আলাবার অ্যাসিস্ট থেকে ক্রিস্টফ বাউমগারত্নারের গোলে লিড নেয় অস্ট্রিয়া।

কর্নার থেকে ডেভিড আলাবার ভাসানো বল ছয় গজের ভেতর থেকে জালে জড়ান বাউমগারত্নার। এর মিনিট আটেক পরে সমতায় ফেরার দারুণ এক সুযোগ পায় ইউক্রেন। তবে মিলানোভস্কির থ্রু বল ডি-বক্সের ভেতর পেয়ে শাম্পারেঙ্কোর শট নিলেও তা রুখে দেন ব্যাচম্যান।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে অস্ট্রিয়ার সামনে। তবে সাবিতজারের দুর্দান্ত এক থ্রু বলে বল পেয়েও বাজে ফিনিশিংয়ের কারণে হাতছাড়া করেন আরনাতোভিচ।

বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক খেলতে থাকে ইউক্রেন। তবে কিছুতেই গোলের দেখা মিলছিল না। গোটা ম্যাচের ৫০ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৫টি শট নেয় ইউক্রেন যার মধ্যে মাত্র একটিই ছিল লক্ষ্যে। অন্য দিকে অস্ট্রিয়া আক্রমণের দিক দিয়ে  ইউক্রেনের চেয়ে এগিয়ে ছিল বেশ। ১৮টি শটের ৪টিই ছিল লক্ষ্যে আর গোলের সুযোগ তৈরি করেছিল ১৫টি। সব মিলিয়ে আক্রমণের দিক দিয়ে ইউক্রেনকে বেশ পেছনেই ফেলেছিল অস্ট্রিয়া।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত দুই দলের আর কেউই গোলের দেখা না পেলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া। আর তাতেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব নিশ্চিত করে দলটি। গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে নেদারল্যান্ডস। আর ইউক্রেনকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে নকআউটে অস্ট্রিয়া অন্যদিকে ইউক্রেনের ৩ পয়েন্ট হলেও পরের পর্বে যাওয়ার আশা এখনও টিকে রয়েছে। তবে তার জন্য অন্যান্য গ্রুপের তৃতীয় দলের সমীকরণের দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।

সারাবাংলা/এসএস

অস্ট্রিয়া নকআউটে ইউক্রেন বনাম অস্ট্রিয়া ইউরো ২০২০ নকআউট পর্ব

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর