Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের হারল মোহামেডান


২১ জুন ২০২১ ২৩:৫৬

হারের বৃত্তে যেন আটকা পড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব! ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আজ ৫ উইকেটে হেরেছে দেশের ঐতিহ্যবাহী দলটি। সুপার লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ পাওয়া মোহামেডান প্রথম পর্বে নিজেদের সর্বশেষ দুই ম্যাচও হেরেছিল।

সোমবার (২১ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে বেশ শক্ত স্কোরই অবশ্য গড়েছিল মোহামেডান। তরুণ পারভেজ হোসেন ইমন দারুণ শুরু এনে দেন। শেষ দিকে মাহমুদুল হাসান ও শুভাগত হোম চৌধুরীর দারুণ কার্যকরি দুটি ইনিংসে দেড়শ ছাড়িয়েছে মোহামেডান।

বিজ্ঞাপন

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে ক্লাবটি। ইমন ওপেনিংয়ে নেমে ২০ বলে ২টি চার ৫টি ছক্কায় ৪৫ রান করেন। মাহমুদুল হাসান ২৫ বলে ৩২ ও শুভাগত হোম ১৫ বলে ২৫ রান করেন। প্রাইম ব্যাংকের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পরে জবাব দিতে নেমে শুরুতেই ফর্মে থাকা রনি তালুকদারকে হারায় প্রাইম ব্যাংক। তবে অপর ওপেনার রুবেল মিয়া দারুণ একটা ইনিংস খেলেছেন। ৪০ বলে ৯টি চার ১টি ছক্কায় ৬৫ রান করেন তিনি। রুবেলের ব্যাটে দারুণ শুরুর পর শেষ দিকে রকিবুলের কার্যকারী এক ইনিংসে জয় নিশ্চিত হয়েছে প্রাইম ব্যাংকের। রকিবুল ২৫ বলে ৩১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

১৯.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৫ রান তোলে প্রাইম ব্যাংক। মোহামেডানের হয়ে আসিফ হোসেন, আবু জায়েদ রাহি ও শুভাগত হোম ১টি করে উইকেট নিয়েছেন।

ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ মোহামেডান স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর