Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াইড বল বিতর্কের ম্যাচে গাজী গ্রুপকে হারালো আবাহনী


২১ জুন ২০২১ ১৮:৪১

আবাহনীর ব্যাটিং ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলটি করলেন মুকিদুল ইসলাম মুগ্ধ। লাইনের মধ্যেই ছিল বল। কিন্তু আম্পায়ার তানভির আহমেদ দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন, ওয়াইড। কিছুটা মেজাজ হারিয়ে প্রতিক্রিয়া দেখালেন মুগ্ধ। আম্পায়ারের খুব কাছ দিয়ে কিছু একটা বলতে বলতে বোলিং মার্কে এলেন। ততক্ষণে গাজী গ্রুপ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও আম্পায়ারের কাছে গিয়ে প্রতিবাদ শুরু করে দিলেন। কিন্তু খুব একটা লাভ হল না তাতে। আম্পায়ার নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন। মন খারাপ করে ফিল্ডিং পজিশনে ফিরে এলেন মাহমুদউল্লাহ। শুধু তিনিই নন, পুরো দলেরই তখন মন ভীষণ খারাপ। যেন আম্পায়ারের এই সিদ্ধান্ত তাদের খেলোয়াড়ি সত্বাটিই ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে।

বিজ্ঞাপন

সেই ভঙ্গুর মনোরথেই ওভারের পরের বল গুলো করলেন মুগ্ধ। ১৯তম ওভার শেষ হল, বিনিময়ে এল আবাহনীর সেট ব্যাটার নাজমুল হোসেন শান্ত’র ‍উইকেট। ৪৯ বলে ৫৮ রানের কার্যকর ইনিংস খেলেও দলের জয়ের খুব কাছে গিয়ে ইনিংসের এপিটাফ লিখে দিলেন এই আবাহনী টপ অর্ডার।

শেষ ওভারে জয়ের জন্য আবাহনীর প্রয়োজন ছিল ৯ রান। উইকেটে আহামরি কেউ ছিলেন না, স্রেফ দুই টেল এন্ডার মেহেদি হাসান রানা ও তানজিম হাসান সাকিব। মাহমুদউল্লাহ হয়ত ভেবেছিলেন নাসুমই তাদের জন্য তুরুপের তাস হয়ে উঠবেন। কিন্তু হল তার উল্টো!

২০তম ওভারের প্রথম বল থেকে ১ রান নিলেন সাকিব। পরের বলে মেহেদির ব্যাট থেকে এল ৪ রান। তৃতীয় বলে রান আউটের ফাঁদে পড়ে পা হড়কালেন মেহেদি হাসান রানা। তার বিদায়ে শেষ ব্যাটার হিসেবে এলেন আরাফাত সানি। চতুর্থ বলে তার ব্যাট থেকে এল ১ রান। এরপর পঞ্চম বলটি মিড অনে ঠেলে দিয়ে দুই রান তুলেই দৌঁড় দিলেন নাসুম। জয়ের বাঁধভাঙা উল্লাসে মতল আবাহনী। ৯ উইকেটের খরচায় এল ১৩১ রান।

তবে টিম আবাহনীর জন্য পরিতাপের হল, চ্যাম্পিয়ন মুকুটের দৌঁড়ের এই ম্যাচে দলের আর কোন ব্যাটারই ব্যক্তিগত ২৫ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান এসেছে লিটন দাসের ব্যাট থেকে। ১৭ বলে খেলে তিনি এই সংগ্রহ পেয়েছেন।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে মুকিদুল ইসলাম ৩টি, শেখ মেহেদি, মাহমুদউল্লাহ রিয়াদ ২টি করে ও নাসুম আহমেদ নিয়েছেন ১টি উইকেট।

এরআগে সোমবার (২১ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করেন সৌম্য সরকার। সেজন্য বল খেলেছেন ২৪টি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ (২৫) রান এসেছে জাকির হাসানের ব্যাট থেকে। আর মুমিনুল হক ১২ বল থেকে সংগ্রহ করেছেন ২৫ রান।

বিজ্ঞাপন

আবাহনীর হয়ে মোহাম্মদ সাইফ উদ্দিন ৪টি, মেহেদি হাসান রানা ৩টি, তানজিম হাসান সাকিব ২টি ও মোসাদ্দেক হোসেন সৈকত ১টি উইকেট নিয়েছেন।

আবাহনী গাজী গ্রুপ ক্রিকেটার্স ঢাকা প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর