Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেদের গড়া রেকর্ড ভেঙে দিল আবাহনী


২০ জুন ২০২১ ২১:৩৫

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে নিজেদের গড়া রেকর্ড আবহনীই ভেঙে দিল। গেল ১০ জুন শাইনপুকুরের বিপক্ষে ৫ উইকেটের খরচায় মুশফিকরা সংগ্রহ করেছিল ১৮৩ রান। যা কিনা এবারের আসরে এখন পর্যন্ত কোন দলের সর্বোচ্চ সংগ্রহ ছিল। আজ সুপার লিগ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সেই রেকর্ডই ভেঙে দিল কোচ খালেদ মাহমুদের শিষ্যরা। সাদা কালদের বিপক্ষে ৭ উইকেটে সংগ্রহ করল ১৯৩ রান। যা ডিপিএলের এবারের কোন দলের সর্বোচ্চ।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়। ডিপিএলের এবারের আসরে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহও আবাহনীরই দখলে। গত ১৩ জুন প্রাইম ব্যাংকের বিপক্ষে ৩ উইকেটের খরচায় আকাশী-নীলরা স্কোর বোর্ডে তুলেছিল ১৮৩ রান, তার আগে ১০ জুন শাইনপুকুরের বিপক্ষে ৫ উইকেটের খরচায়ও একই সংগ্রহ গড়েছিল। আর ১৪ জুন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১৮১ রানের ইনিংসটি তাদের চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ হয়ে আছে।

রোববার (২০ জুন) মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে মুনিম শাহরিয়ারের ২৭ বলে ৪৩, নাজমুল হোসেন শান্তর ১৭ বলে ২৭, মুশফিকুর রহিমের ৩২ বলে অপরাজিত ৫৭, নাইম শেখ’র ১৮ বলে ২৪ ও মোসাদ্দেক হোসেন সৈকতের ৭ বলে ১৪ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে আবাহনী সংগ্রহ করে ১৯৩ রান। সেজন্য তাদের হারাতে হয়েছে ৭টি উইকেট।

মোহামেডানের হয়ে রুয়েল মিয়া, আসিফ হাসান ৩টি করে ও আবু জায়েদ রাহি নিয়েছেন ১টি উইকেট।

এদিকে ১৯৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যায়ে পড়ে মোহামেডান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে শুভাগত হোমদের সংগ্রহ ৪/৪১ রান।

আবাহনী ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ মোহামেডান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর