বৃষ্টিতে দোলেশ্বর-গাজী গ্রুপের ম্যাচ দুদিন পেছালো
২০ জুন ২০২১ ১৫:২০ | আপডেট: ২০ জুন ২০২১ ১৭:৪৩
আষাঢ়ের শুরুতে বৃষ্টি বেশ ভোগাচ্ছে। বৃষ্টির কথা মাথায় রেখেই ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের কার্যকারীতা দেখা গেল শুরুতেই। ডিপিএলের সুপার লিগের প্রথম ম্যাচটা মাঠে গড়ানের কথা ছিল আজ সকালে। বৃষ্টি তা হতে দেয়নি। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচটি দুদিন পিছিয়ে আগামী পরশু রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হবে।
এই ম্যাচটা অবশ্য মাঠে গড়াতে পারত গতকালও, বৃষ্টির কারণে তা হতে পারেনি। পূর্ব সূচি অনুযায়ী ডিপিএলের সুপার লিগের খেলা শুরু হওয়ার কথা ছিল গতকাল শনিবার। কিন্তু বৃষ্টির কারণে দোলেশ্বর বনাম গাজী গ্রুপের প্রথম ম্যাচটিতে কাল মাঠে বল গড়িয়েছে মাত্র ৯টি। আবহাওয়াও অনুকূলে ছিল না। পরে একদিন পিছিয়ে আজ থেকে সুপার লিগ শুরুর নতুন সূচী জানানো হয়। কিন্তু বৃষ্টির হানা সেখানেও!
রোববার (২০ জুন) সুপার লিগের প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। ম্যাচ শুরু হয়েছিলও, কিন্তু বৃষ্টির কারণে শেষ করা সম্ভব হয়নি। প্রথমে গুড়িগুড়ি বৃষ্টি পড়লেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তেজও বেড়েছে। ফলে ম্যাচ আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
এর আগে ১২ ওভার খেলা হয়েছে। ওই সময়টাতে বেশ ভালোই খেলেছে প্রথমে ব্যাটিং করতে নামা গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম বলেই ওপেনার শেখ মেহেদি হাসানকে হারালেও পরে সৌম্য সরকার দারুণ এগুচ্ছিলেন। অবশ্য আজও ইনিংস বড় করতে পারেননি সৌম্য।
১৬ বলে ২টি করে চার ছয়ে ২৫ রানে থেমেছে তার ইনিংস। ব্যাটিং অর্ডারে উন্নতি পাওয়া তরুণ আকবর আলি ৭ বলে ৫ রান করে আউট হয়েছেন। আগের ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলা ইয়াছির আলি রাব্বিও (১৯ বলে ১৪ রান) আজ ব্যর্থ। তারপর গাজী গ্রুপকে এগিয়ে নিচ্ছিলেন দুই অভিজ্ঞ মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ।
১২ ওভারের মাথায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার সময় গাজী গ্রুপের রান ছিল ৪ উইকেটে ৭৩। ২৬ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন মুমিনুল হক। মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ২ রানে।