নতুন করে শুরু হচ্ছে সুপার লিগ
১৯ জুন ২০২১ ২২:০৫ | আপডেট: ২০ জুন ২০২১ ০১:৫৮
আষাঢ়ের প্রবল বর্ষণে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের প্রথম দিনের তিনটি খেলাই ভেসে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্লাবগুলো ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) বরাবর নতুন করে সুপার লিগ শুরুর আবেদন করে। তাদের আবেদনের সাড়া দিয়েই রোববার থেকে নতুন করে সুপার লিগের খেলা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ন’টায় দিনের প্রথম ম্যাচটি ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার। যা কিনা বৃষ্টির দাপটে ৯ বল পরে বন্ধ হয়ে যায়। এরপর নির্ধারিত সময় পর্যন্ত আর খেলা না গড়ালে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হয়। শুধু তাই নয় দিনের অপর দুই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল প্রাইম ব্যাংক-শেখ জামাল ও আবাহনী-মোহামেডানের। কিন্তু বৃষ্টির বাগড়ায় এই ম্যাচে দুটি স্থগিত করা হয়।
বৃষ্টির প্রবল চোখ রাঙানিতে ম্যাচের ভাগ্য অনিশ্চয়তার মুখে পড়ায় ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে জরুরি সভায় বসে সিডিএম। সেখানে নতুন করে সুপার লিগ শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সুপার লিগের প্রতিটি ম্যাচেই রিজার্ভ ডে থাকছে। এবং প্রতিটি ম্যাচই নির্ধারিত সূচিত শেষ করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। যদি কোনোভাবে ম্যাচের ন্যূনতম ওভার খেলা সম্ভব না হয় অথবা বল মাঠে না গড়ায় সে ক্ষেত্রে তা রিজার্ভে গড়াবে। আবার যদি এমন হয় যে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়েছে এবং কোনো কারনে ওভার কমে গেছে কিংবা অন্য কোনো বাঁধায় খেলা সম্ভব হচ্ছেনা তাহলে তা রিজার্ভ ডে তে অনুষ্ঠিত হবে।
এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বিজ্ঞপ্তিতে সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদের বরাত দিয়ে বলা হয়েছে, ‘সুপার লিগের খেলা ৬ দলের সঙ্গে আজ আমাদের একটি জরুরী সভা হয়েছে। দলগুলো আমাদের অনুরোধ করেছে এবং আমরা ক্রিকেটের স্বার্থে সুপার লিগের ম্যাচ গুলোর সঙ্গে রিজার্ভ ডে যুক্ত করেছি। আমাদের সূচি খুবই সংকুচিত কিন্তু ম্যাচগুলো যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং ম্যাচের ফলাফল জরুরী সে কারণে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি।’
সারাবাংলা/এমআরএফ/এসএস