১৬ সদস্যের দল নিয়ে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ
১৯ জুন ২০২১ ১৩:০০ | আপডেট: ১৯ জুন ২০২১ ১৫:০৯
বিগত সিরিজগুলোর ধারাবাহিকতায় আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য ১৮ কিংবা ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। ১৬ সদস্যের যে দলটি ঘোষণা করা হবে সেটাই প্রাথমিক ও চূড়ান্ত বলে বিবেচিত হবে।
সিরিজ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক মন্ডলীর সদস্যরা ইতোমধ্যেই দল তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন। এখন বাকি কেবল সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণার। সেটা ঘোষিত হলেই বাংলাদেশ দল ঘোষণা করবে টাইগার ক্রিকেট প্রশাসন।
শনিবার (১৯ জুন) সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি জানালেন, ‘আমরা প্রাথমিক দল ঘোষণা করছি না। ১৬ সদস্যের একটি দল দিব। সেটাই চূড়ান্ত। এখনো সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সূচি ঘোষণা হলে আমাদের দল ঘোষণা করা হবে। আমরা দল তৈরি করে জমা দিয়েছি।’
স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে চলতি মাসের ২৯ তারিখে দেশ ছাড়ার কথা রয়েছে টিম বাংলাদেশের।
সারাবাংলা/এমআরএফ/এসএস
১৬ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ে সফর টপ নিউজ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে মিনহাজুল আবেদীন নান্নু