Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পয়েন্ট ভাগাভাগি করে নিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও দোলেশ্বর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২১ ১২:৩৪

শনিবার থেকে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর। কিন্তু আষাঢ়ের প্রবল বর্ষণে ম্যাচটি ভেসে গেল। এতে করে পয়েন্ট ভাগাভাগি করেই তুষ্ট থাকতে হলো দুই দলকে। দুই দলই পাচ্ছে ১টি করে পয়েন্ট।

সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল প্রাইম দোলেশ্বর। ১.৩ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি হানা দিলে পুরো মাঠ ঢেকে দেওয়া হয়। এরপর সকাল গড়িয়ে দুপুর হলো কিন্তু বৃষ্টির দাপট অব্যাহতই থাকল। কখনো মুষলধারে কখনো বা ঝিরিঝিরি ধারায় একটানা ঝরেই চলেছে। ফলে সকাল ১১টা ৫৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে দেন আম্পায়াররা।

বিজ্ঞাপন

এই মাঠে আজ আরও দুইটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর দেড়টায় মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড।

সারাবাংলা/এমআরএফ/এসএস

গাজী গ্রুপ ক্রিকেটার্স টপ নিউজ ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগ প্রাইম দোলেশ্বর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর