সুপার লিগে অনিশ্চিত তাসকিন
১৮ জুন ২০২১ ২১:৩৪ | আপডেট: ১৯ জুন ২০২১ ০৩:১০
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ শুরুর আগে হাতে চোট পেয়েছেন তাসকিন আহমেদ। ফিল্ডিং করতে গিয়ে হাত ফেটে গেছে তাসকিনের। আর সেখানে লেগেছে ছয়টি সেলাই। এরপর চিকিৎসার জন্য বের হয়েছেন ডিপিএলের বায়ো বাবল থেকে। তাঁর সেরে উঠতে কত সময় লাগবে তা এখনও নিশ্চিত নয়। আর তাতেই ডিপিএলের সুপার লিগে খেলা অনিশ্চিত মোহামেডানের এই পেসারের।
তাসকিনের চোট পাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।
তিনি বলেন, ‘তাসকিন ফিল্ডিং করার সময় হাতে চোট পেয়েছে। তাঁর পাঁচ-ছয়টি সেলাই লেগেছে। কিন্তু আমি যেহেতু বায়ো বাবলের বাইরে ছিলাম আর তাসকিন ভেতরে তাই বলতে পারছি না ঠিক কোন হাতে চোট পেয়েছে। তাঁর ডিপিএলের সুপার লিগে খেলা নিয়ে সংশয় রয়েছে। কারণ তাঁর চোট বেশ গুরুতর।’
গত ১৬ জুন খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে বিকেএসপিতে মুখোমুখি হয়েছিল মোহামেডান। ওই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান তাসকিন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ইনজুরির কারণেই খেলেননি তিনি।
ডিপিএলের এবারের আসরে মোহামেডানের হয়ে ৮টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তাসকিন। ১৩.৮০ গড় ও ৭.০৭ ইকনোমিতে নিয়েছেন ১০ উইকেট। সর্বোচ্চ ১৫ রানে ৩ উইকেট।
সারাবাংলা/এমআরএফ/এসএস
ইনজুরিতে তাসকিন টপ নিউজ ডিপিএল ২০২১ তাসকিন আহমেদ বঙ্গবন্ধু ডিপিএল সুপার লিগে অনিশ্চিত হাতে সেলাই