স্লোভাকিয়াকে হারিয়ে নকআউটের আশা উজ্জ্বল সুইডেনের
১৮ জুন ২০২১ ২১:১১ | আপডেট: ১৮ জুন ২০২১ ২১:৩৯
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০ এর গ্রুপ-ই’তে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনের বিপক্ষে ড্র করেছিল সুইডেন। আর দ্বিতীয় ম্যাচে এসে স্লোভাকিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব জমিয়ে তুলেছে সুইডিশরা।
ম্যাচের ৭৭তম মিনিটে এমিল ফোরসবার্গের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডেন। আর তাতেই নকআউট পর্বের টিকিটের পথে খানিকটা এগিয়ে গেল সুইডিশরা। স্লোভাকিয়ার বিপক্ষে জয় এবং স্পেনের বিপক্ষের ড্র’তে চার পয়েন্ট নিয়ে গ্রুপ-ইর শীর্ষে অবস্থান করছে সুইডেন। আর দুই ম্যাচে এক জয় নিয়ে দুইয়ে স্লোভাকিয়া। অন্যদিকে সুইডেনের সঙ্গে ড্র করে এক পয়েন্ট নিয়ে তিনে স্পেন। কোনো পয়েন্ট না নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে পোল্যান্ড।
স্পেনকে চমকে দেওয়া সুইডেন বেশ আত্মবিশ্বাস নিয়েই স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল। তবে পোল্যান্ডকে হারানো স্লোভাকিয়াও ছেড়ে কথা বলেনি। গোটা ম্যাচ জুড়েই চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। যাতে শেষ পর্যন্ত এক পেনাল্টিই ব্যবধান গড়ে দিয়েছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণে দুর্দান্ত কিছু গোলের সুযোগ তৈরি করে কিন্তু কেউই গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে ম্যাচের ৭৫তম মিনিটে কুয়াইসনকে ডি-বক্সের ভেতর ফাউল করে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় সুইডেন। আর স্পট কিক থেকে বল জালে জড়িয়ে সুইডিশদের জয় এনে দেন এমিল ফোর্সবার্গ।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ওই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডেন। আর তাতেই ইউরোর নকআউট পর্বে খেলার সম্ভবনা উজ্জ্বল হয় সুইডিশদের।
সারাবাংলা/এসএস
ইউরো ২০২০ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ গ্রুপ ই গ্রুপ পর্ব সুইডেন বনাম স্লোভাকিয়া সুইডেনের জয়