গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নেদারল্যান্ডস
১৮ জুন ২০২১ ০২:৫২ | আপডেট: ১৮ জুন ২০২১ ১৪:৪০
ইয়োহান ক্রুইফ অ্যারেনায় অস্ট্রিয়াকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বের টিকিট নিশ্চিত করল নেদারল্যান্ডস। ঘরের মাঠে ম্যাচের ১১তম মিনিটে স্পটকিক থেকে গোল করে ডাচদের লিড এনে দেন মেমফিস ডিপাই। আর দ্বিতীয়ার্ধের লিড দ্বিগুণ করেন ডেনজেল ডামফ্রাইস। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই ৩-২ গোলের ব্যবধানে জিতেছিল ফ্র্যাঙ্কি ডি ইয়ংরা। আজকের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিতই হয়ে গেল ডাচদের। গ্রুপে নিজেদের শেষ ম্যাচ হারলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকার হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস।
প্রথম ম্যাচে ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলে লিড নিয়েও চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে জয় হাতছাড়া করতে বসেছিল ডাচরা। তবে শেষ দিকে ডামফ্রাইসের গোলে ৩-২ ব্যবধানে রোমাঞ্চকর ম্যাচটি জিতে ইউরো ২০২০-এর যাত্রা শুভ করেছিল নেদারল্যান্ডস। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ষোলর টিকিট নিশ্চিত করল তারা। এর আগে ২০১৬ এর ইউরোতে কোয়ালিফাই করতেও না পারায় মূল পর্বে খেলা হয়নি ডাচদের।
তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যর্থতা কাটিয়ে অবশেষে আবারও শক্ত দল গড়েছে নেদারল্যান্ডস। আর আবারও নিজেদের হারানো গৌরব ফিরে পেতে মরিয়া ইয়োহান ক্রুইফের দেশ। সেই লক্ষ্যেই ২০২০ ইউরোতে নিজেদের যাত্রা শুরু করেছে তারা।
অ্যামাস্টারডামে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৯ম মিনিটে ডি ভারিজ বল নিয়ে অস্ট্রিয়ার ডি-বক্সে ঢুকে পড়েন আর তাকে অবৈধভাবে ফেলে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। আর তাতেই পেনাল্টির আবেদন জানায় ডাচরা কিন্তু তাতে তেমন সাড়া দেননি রেফারি। কিন্তু এরপরে ভারিজের কাছ থেকে বল পান ডামফ্রাইস আর তাকেও ডি-বক্সের ভেতরে ফাউল করে বসেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। এবারও জোরালো আবেদন ডাচদের কিন্তু তাতেও অনড় রেফারি। এরপর ভিএআরের সংস্পর্শে যান রেফারি। ভিএআর দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে ডাচদের পক্ষে পেনাল্টি দেন রেফারি।
ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি শট নিতে আসেন দুর্দন্ত ফর্মে থাকা মেমফিস ডিপাই। আর স্পট কিক থেকে ঠান্ডা মাথায় নিচু শটে বাঁ দিক দিক বল জালে জড়ান আর দলকে এনে দেন ১-০ গোলের লিড।
২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ পেয়েছিলেন ডিপাই। তবে তাঁর দূরপাল্লার দুর্দান্ত শট গোলপোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে গেলে এ যাত্রায় রক্ষা পায় অস্ট্রিয়া।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে ব্যবধান বাড়ানোর আরও এক সুযোগ হাতছাড়া করে ডাচরা। ডিপাইয়ের দুর্দান্ত এক কর্নার থেকে ডি-বক্সের ভেতর হেড করে উইঘ্রস্ট বল বাড়ান ডি ভারিজের দিকে। সেখানে বল পেয়ে ফ্লিক করে বল জালে জড়ানোর চেষ্টা করেন তিনি কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান অস্ট্রিয়ান গোলরক্ষক ব্যাচম্যান। দুর্দান্ত সেভে ভারিজেকে প্রতিহত করেন তিনি। তবে পুরোটা বিপদমুক্ত করতে পারেননি ব্যাচম্যান। তাঁর সেভ করা বল পেয়ে যান ডি লিট। বল পেয়ে জোরালো শটও করেন তিনি কিন্তু তা সামান্যের জন্য গোলপোস্টের বাইরে দিয়ে বেরিয়ে গেলে হতাশ হয় ডাচরা।
৬৭তম মিনিটে আর হতাশ হতে হয়নি স্বাগতিকদের। ডনিয়েল ম্যালেনের অ্যাসিস্ট থেকে ইউক্রেনের বিপক্ষে জয়সূচক গোল করা ডামফ্রাইস গোল করে ডাচদের ২-০ গোলের ব্যবধানে এগিয়ে নেন। এরপর আর কোনো গোল না হওয়ায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। আর সেই সঙ্গে নিশ্চিত করে শেষ ষোলর টিকিটও।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সোমবার (২১ জুন) নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ইয়োহান ক্রুইফ অ্যারেনা, অ্যামাস্টার্ডাম, দ্য নেদারল্যান্ডসে বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে নামবে নেদারল্যান্ডস। আর ইউক্রেন ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচটি হবে বুচারেস্ট, রোমেনিয়ায় বাংলাদেশ সময় রাত ১০টায়।
সারাবাংলা/এসএস
ইউরো ২০২০ টপ নিউজ নকআউট পর্বে নেদারল্যান্ডস বনাম অস্ট্রিয়া মেমফিস ডিপাই