রাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সাকিব
১৭ জুন ২০২১ ২০:০১ | আপডেট: ১৭ জুন ২০২১ ২৩:৫৯
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঝপথে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন যাবত যুক্তরাষ্ট্রে অবস্থানরত পরিবারের কাছে ফিরতে আজ রাতেই দেশ ছাড়ছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
বৃহস্পতিবার (১৭ জুন) সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বাস্ত এক সূত্র। সূত্রটি জানায়, আজ ভোর ৪টা ১০ মিনিটে কাতার এয়ারলাইন্স যোগে দেশ ছাড়ছেন সাকিব।
একই সময়ে অনুষ্ঠিত হওয়া পাকিস্তান সুপার লিগে খেলার সুযোগ থাকলেও হঠাৎ চুক্তিতে মোহামেডানের হয়ে ডিপিএল খেলতে নেমেছিলেন সাকিব। পারফরম্যান্স অবশ্য মন মতো হয়নি। বল হাতে কিছুটা উজ্জ্বলতা ছড়ালেও ব্যাট হাতে ছিলেন পুরো ব্যর্থ।
এর মধ্যেই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন দেশসেরা ক্রিকেটার। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন আজ। এর মধ্যেই শোনা যাচ্ছিল, ছুটি চেয়েছেন সাকিব। আজকের ম্যাচের পরই ফিরতে চান যুক্তরাষ্ট্রে অবস্থানরত পরিবারের কাছে। তার ক্লাব মোহামেডান বিষয়টিতে সম্মতি দেওয়াতে শেষ পর্যন্ত সেটিই হতে যাচ্ছে।
চলতি মাসের শেষভাগে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। জানা গেছে, যুক্তরাষ্ট থেকেই সরাসরি জিম্বাবুয়েতে যাবেন সাকিব।