Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাব্বিরকে জরিমানা, সানিকে সতর্কতা


১৭ জুন ২০২১ ১৭:৩৬ | আপডেট: ১৭ জুন ২০২১ ১৭:৪৩

মাঠে অখেলোয়াড়সূলভ আচরণ এবং বর্ণবাদী মন্তব্যের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা ক্রিকেটার সাব্বির রহমানকে। একই অঙ্কের জরিমানা করা হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার সুলতান মাহমুদকেও। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অভিজ্ঞ স্পিনার ইলিয়াস সানিকে সতর্ক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগের প্রেক্ষিতে গতকাল ১৬ জুন শুনানি অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি, আম্পায়ার, অভিযুক্ত সাব্বির রহমান, অভিযোগকারী ইলিয়াস সানি ও শেখ জামাল ম্যানেজার সুলতান মাহমুদ।

বিজ্ঞাপন

শুনানি শেষে দুজনের বিরুদ্ধে শাস্তির আদেশ এবং একজনকে সতর্ক করা হয়।

সাব্বির রহমানের বিরুদ্ধে ইলিয়াস সানির অভিযোগ ছিল দুটি। প্রথম ঘটনাটি দুদিন আগের। বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে ম্যাচ চলকালীন দলের অলরাউন্ডার ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন ‘ব্যাড বয়’ সাব্বির। এক দিন বাদে অর্থাৎ গতকাল সেই বিকেএসপিতেই ইলিয়াস সানিকে বর্ণবাদী মন্তব্য করেন এবং ঢিল ছোড়েন।

বুধবার (১৬ জুন) বিকেএসপি’র তিন নাম্বার মাঠে ওল্ড ডিওএইচএস’র বিপক্ষে ম্যাচের সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন ইলিয়াস সানি। এদিকে দুপুরে বিকেএসপির চার নাম্বার মাঠে পারকেটেক্সের বিপক্ষে ম্যাচ খেলতে সাব্বির লিজেন্ড অব রুপগঞ্জের টিম বাস থেকে নেমে ভেন্যুর পথে যেতে ইলিয়াস সানিকে উদ্দেশ্য করে বর্ণবাদী শব্দ উচ্চারণ করেছেন। এবং এক পর্যায়ে ঢিলও ছুঁড়ে মারেন। উদ্ভুত পরিস্থিতিতে সানি কিছুক্ষণ খেলা বন্ধ রেখে ফিল্ড আম্পায়াকে জানালে তিনি ম্যাচ রেফারিকে অবহিত করেন। পরে সানির ক্লাব শেখ জামাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশের কাছে (সিসিডিএম) লিখিত অভিযোগ পাঠায়।

বিজ্ঞাপন

মাঠে ও মাঠের বাইরে একের পর অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দেশের ক্রিকেটে ইতোমধ্যেই ‘ব্যাড বয়’ তকমা জুটিয়েছেন সাব্বির রোমান। এবার ঘটালেন আরও বড় ঘটনা। দেখা যাক এর জন্য কত বড় মূল্য তাকে গুনতে হয়!

ঢাকা প্রিমিয়ার লিগ বিসিবি সাব্বির রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর