Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার লিগে সাকিবকে পাচ্ছে না মোহামেডান!

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২১ ০৯:১৭ | আপডেট: ১৭ জুন ২০২১ ১৩:৫৮

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে হয়ত সাকিব আল হাসানকে পাচ্ছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। রাউন্ড-রবিন লিগ পর্ব খেলেই পরিবারের সান্নিধ্যে সময় কাটাতে নাকি আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছেন দেশ সেরা এই অলরাউন্ডার!

বেশ কয়েকটি সূত্রের দেয়া তথ্যমতে, সাকিব আল হাসানের সঙ্গে শুধুমাত্র লিগ পর্ব পর্যন্তই মোহামেডান চুক্তি করেছিল। সেই মোতাবেক বৃহস্পতিবার গাজী ক্রিকেটর বিপক্ষে ম্যাচটিই তার শেষ। কেননা এই ম্যাচের মধ্য দিয়েই রাউন্ড রবিন লিগ পর্বের খেলা শেষ করতে যাচ্ছে সাদা-কালো শিবির।

বিজ্ঞাপন

এরপর লিগের আর কোন ম্যাচে অর্থাৎ পরশু থেকে শুরু হওয়া সুপার লিগ পর্বে তাকে পাওয়া যাবে না। কেননা পরিবারের সাথে সময় কাটাতে তিনি আমেরিকার বিমান চড়বেন।

সেখান থেকেই সিরিজ খেলতে জিম্বাবুয়েতে পাড়ি জমাবেন।

সারাবাংলা/এমআরএফ

মোহামেডান সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর