Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েদের কেন্দ্রীয় চুক্তিতে নতুন তিন মুখ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২১ ২২:২৫

চলতি বছরে বাংলদেশ নারী দলের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যেখানে জায়গা করে নিয়েছেন ২২ ক্রিকেটার। এর মধ্যে আছেন নতুন তিন মুখ।

মঙ্গলবার বিসিবি’র ১০ম বোর্ড সভা শেষে চুক্তিভুক্ত ক্রিকেটারদের সংখ্যা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘নারী দলের প্লেয়ারদের কেন্দ্রীয় চুক্তি আজকে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২০-২১ সালের জন্য আমরা ২২ জনকে অনুমোদন দিয়েছি।’

এদিকে সাংবাদিকদের সঙ্গে বিসিবি সভাপতির সংবাদ সম্মেলন শেষে কথা হয় বাংলাদেশ নারী ক্রিকেট উইং এর চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে। তিনি জানান নতুন চুক্তিতে জায়গা করে নিয়েছেন নতুন তিন প্রমিলা ক্রিকেটার। কিন্তু তারা কারা তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এই সংগঠক। গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে ১৯ নারী ক্রিকেটার জায়গা করে নিয়েছিলেন। এই তিন জন যোগ হওয়ায় এবার সংখাটি বেড়ে গেল। তবে নাদেল আশা করছেন আগামিতে সংখ্যাটি আরও বাড়বে।

‘আগামীতে সংখ্যাটা আমরা আরও বাড়াব। এ বছরের বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে। বেতন ও ম্যাচ ফি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। কয়েকদিন পরই এ ব্যাপারটি চূড়ান্ত করে আমরা মিডিয়াকে জানাব।’-বলেন নাদেল।

উইমেন্স উইং পরিচালনা বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ বললেন, ‘যে তিনজন চুক্তিতে এসেছেন তারা সবাই নবীন।’

সারাবাংলা/এমআরএফ/এসএস

ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি নারী উইং চেয়ারম্যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মেয়েদের কেন্দ্রীয় চুক্তি শফিউল আলম চৌধুরী নাদেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর