Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোনালদোর জন্য ৪ বিলিয়ন ডলারের ক্ষতি কোকা কোলার

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২১ ২২:১৭

হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ইউরোতে যাত্রা শুরু করছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। যার জন্যই গতকাল নিয়মানুযায়ী এসেছিলেন সংবাদসম্মেলনে। সেখানেই তাঁর সামনে টেবিলে রাখা কোকা কোলার বোতল সরিয়ে সামনে রাখলেন পানির বোতল।

কোকা কোলার বোতল সরিয়ে পানির বোতল সামনে রাখতে রাখতে রোনালদো বললেন, কোকাকোলা নয়, পানি খান। আর তাতেই ৪ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ল বিশ্বখ্যাত কোমল পানীয় ধস নামলো কোকাকোলা।

বিজ্ঞাপন

কোকাকোলা এবারের ইউরোর অফিশিয়াল স্পন্সর। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলন টেবিলে নিজেদের কোমল পানীয়ের বোতল রেখেছে প্রতিষ্ঠানটি। এদিনও ছিল। সংবাদ সম্মেলনে আসার পর দেখেন টেবিলে সাজানো কোকাকোলার দুটি বোতল। বোতল দুটি সরিয়ে একটি পানির বোতল সামনে রেখে সংবাদ সম্মেলন শুরু করেন ক্রিস্টিয়ানো রোনালদো।

আর রোনালদোর এমন কাজের পরেই শেয়ার বাজারে দর পতন ঘটেছে কোকাকোলার। গতকাল ইউরোপিয়ান সময় বেলা তিনটায় কোকাকোলার শেয়ার প্রতি দাম ছিল ৫৬ ডলার ১০ পয়সা। আর রোনালদোর সংবাদসম্মেলনের মাত্র ৩০ মিনিট পরে সেই শেয়ারের দাম প্রায় এক ডলার কমে ৫৫ ডলার ২২ পয়সায় নেমে আসে।

এদিকে প্রায় এক দিনের ব্যবধানে কোকাকোলার বাজারদর ১.৬% কমে গেছে। যেখানে গতকাল এই কোম্পানির বাজারদর ছিল ২৪২ বিলিয়ন ডলার সেখানে এক দিনের ব্যবধানে সেই দর কমে দাঁড়িয়েছে ২৩৮ বিলিয়ন ডলারে। আর তাতেই কোকাকোলার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪ বিলিয়ন ডলারে।

এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো জুনিয়রের প্রসঙ্গ তুলে পর্তুগিজ অধিনায়ক বলেছিলেন, ‘আমি আমার ছেলের জন্য খুব কঠিন। মাঝে মধ্যে সে কোকাকোলা কিংবা ফান্টা পান করে, সে চিপও খায় এবং সে জানে আমি এটা পছন্দ করি না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

কোকা-কোলা কোকা-কোলার ক্ষতি ক্রিস্টিয়ানো রোনালদো

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর