ডিপিএল সুপার লিগ দেখা যাবে গাজী টিভি ও টি স্পোর্টসে
১৫ জুন ২০২১ ১৩:৪৫ | আপডেট: ১৫ জুন ২০২১ ১৩:৪৬
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ম্যাচ সুপার লিগের ম্যাচ গুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল গাজী টিভি ও টি- স্পোর্টস।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার সুপার লিগের প্রতিটি ম্যাচ যৌথভাবে সরাসরি সম্প্রচার করবে গাজি টিভি ও টি স্পোর্টস। জাতীয় দলের প্লেয়ারদের অংশগ্রহণে ইতোমধ্যেই চলমান লিগে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখা গেছে। আমি নিশ্চিত ক্রিকেট ভক্তরা টিভিতে সুপার লিগ উপভোগ করবেন। সুপার লিগের খেলার ৬ দল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন একটি করে ম্যাচ খেলবে।’
সুপার লিগের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে ১৯, ২০, ২২, ২৩ ও ২৫ জুন। ৫ দিনে মোট ১৫ টি ম্যাচ সম্প্রচার করবে দেশের স্বনামধন্য এই দুই বেসরকারি টিভি চ্যানেল।
সারাবাংলা/এমআরএফ/এসএস
গাজী টিভি টি স্পোর্টস ডিপিএল ডিপিএল দেখাবে গাজী টিভি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি