স্কটল্যান্ডের বিপক্ষে চেক প্রজাতন্ত্রের জয়
১৫ জুন ২০২১ ০০:৩৩ | আপডেট: ১৫ জুন ২০২১ ০০:৩৫
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলতে থাকে স্কটল্যান্ড। মুহুর্মুহ গোলের সুযোগ তৈরি করলেও ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত জালের দেখা পায়নি স্কটিশরা। অন্যদিকে স্বল্প সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে এবারের ইউরোতে যাত্রা শুরু চেক প্রজাতন্ত্রের।
স্কটল্যান্ডের গ্ল্যাসগোর হ্যাম্পডেন পার্কে ডি গ্রুপের ম্যাচে প্যাট্রিক শিকের জোড়া গোলে স্কটিশদের চমকে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে চেকরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের দিক দিয়ে এগিয়ে থাকে স্কটিশরা। তবে কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে গোল হজম করে বসে স্বাগতিকরা। স্কটিশ ফরোয়ার্ড লিন্ডন ডাইকসকে দুইবার গোলের দারুণ সুযোগ পেলেও চেক গোলরক্ষকের দৃঢ়তায় ব্যর্থ হয় দুবারের প্রচেষ্টায়।
শুরু থেকে দুই দলই গোছালো ফুটবলে আক্রমণের চেষ্টা চালায়। প্রথম ভালো সুযোগ পায় স্কটিশরা। ৩২তম মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের জোরালো উঁচু শট লাফিয়ে ক্রসবারের উপর দিয়ে কর্নারের বিনিময়ে ফেরান চেক গোলরক্ষক। বিরতির মিনিট তিনেক আগে এগিয়ে ভ্লাদিমির কোফালের ক্রস থেকে হেড করে চেকদের লিড এনে দেন প্যাট্রিক শিক।
বিরতির পর সমতায় ফেরার দারুণ সুযোগ পায় স্কটিশরা। কিন্তু ৪৮তম মিনিটে গ্র্যান্ট হ্যানলির শট ক্রসবারে লেগে প্রতিহত হলে হতাশা বাড়ে স্কটিশদের।
স্কটিশরা ব্যর্থ হলেও ম্যাচের ৫২তম মিনিটে দুর্দান্ত এক গোলে চেকদের দুই গোলের লিড এনে দেন প্যাট্রিক শিক। ডি-বক্সের বাইরে বেরিয়ে যাওয়া স্কটিশ গোলরক্ষক মার্শালকে দেখেই মাঝমাঠ থেকে উঁচু শটে বল ভাসিয়ে দেন শিক। বলের পিছু নিয়ে গোলরক্ষকও জালে জড়ান। শেষ পর্যন্ত ওই ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেক প্রজাতন্ত্র।
এদিকে গ্রুপ ডি’র পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে চেক প্রজাতন্ত্র। গ্রুপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারানো ইংল্যান্ড সমান ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। আগামী শুক্রবার নিজেদের পরের ম্যাচে চেক প্রজাতন্ত্র লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর পরের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
সারাবাংলা/এসএস
ইউরো ২০২০ চেক প্রজাতন্ত্রের জয় স্কটল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র