বিসিবি বলছে সিরিজ আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে
১৪ জুন ২০২১ ১৬:২২
হুট করেই গেল এক সপ্তাহে জিম্বাবুয়েতে করোনার সংক্রমন বেড়ে গেছে। ফলে অনন্যপায় হয়ে দেশটির সরকার আপাতত সব ধরণের খেলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এমতাবস্থায় শংকার মুখে পড়েছিল জুলাইয়ে অনুষ্ঠেয় বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজটিও। কিন্তু লাল সবুজের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর হল, সিরিজটি মাঠে গড়ানো নিয়ে দারুণ আশাবাদী দেশটির ক্রিকেট বোর্ড।
এই লক্ষ্যে তারা সরকারের সঙ্গে সব ধরণের আলোচনাই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ডের সঙ্গে সিইও’র সঙ্গে সোমবার সকালে কথা বলেছেন বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন। তিনি জানতে পেরেছেন আসন্ন সিরিজটি মাঠে গড়ানোর লক্ষ্যে তারা বেশ আশাবাদী ও আত্মবিশ্বাসী।
বিকেলে সারাবাংলার সঙ্গে একান্তে আলাপকালে নিজাম উদ্দিন একথা জানান।
চৌধুরী বলেন, ‘ করোনার সংক্রমনের ফলে ওদের সরকার সব ধরণের স্পোর্টস বন্ধ করেছে। জিম্বাবুয়ান ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে তারা ক্রিকেট চালিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে। ওদের সিইও’র সাথে সকালে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন তারা সরকারের সাথে সিরিজ গড়ানোর লক্ষ্যে আলোচনা করছে এবং তারা আশাবাদী। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। তারা সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী। ’
জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসের ২৯ তারিখে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। সিরিজে টাইগারদের একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি টোয়েন্টি খেলার কথা রয়েছে।