Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে শঙ্কা


১৪ জুন ২০২১ ১৬:০৪ | আপডেট: ১৪ জুন ২০২১ ১৮:২৯

একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলতে চলতি মাসের শেষভাগে জিম্বাবুয়ের বিমান ধরার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু এই যাত্রায় সিরিজটি মাঠে গড়াবে কিনা তা নিয়ে হঠাৎ করেই শঙ্কা দেখা দিল।

জিম্বাবুয়েতে দিনকে দিন বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। ফলে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তার প্রেক্ষিতে ২২ জুন থেকে সব ধরনের ক্রীড়া কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে এই স্থগিতাদেশ। ফলে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

বিজ্ঞাপন

অবশ্য এরই মধ্যে বাংলাদেশ-জিম্বাবুয়ের আসন্ন সিরিজটি যথাযথভাবে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিতে সরকারের কাছে আবেদন করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের আবেদন দেশটির সরকার কতোটা আমলে নেয় তার ওপর অনেকটা নির্ভর করছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ।

জিম্বাবুয়ের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রাণালয় বিবৃতিতে বলেছে, ‘করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সমস্ত ক্রীড়া কার্যক্রম এবং ইভেন্টগুলো আগামী ২২ জুন থেকে পরবর্তী বিজ্ঞপ্তি দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সকল ক্রীড়া সমিতি, ক্লাব, জিম এবং সংশ্লিষ্ট স্টোকহোল্ডারদের এটা মেনে চলা উচিত।’

আগামী ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা বাংলাদেশ দলের। বাংলাদেশি ক্রিকেটাররা এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর