Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির হল অব ফেমে যুক্ত ১০ কিংবদন্তি


১৪ জুন ২০২১ ১৬:১২ | আপডেট: ১৪ জুন ২০২১ ১৬:১৭

আরও ১০ কিংবদন্তি ক্রিকেটারকে হল অব ফেমে যুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এই ১০ জনকে নিয়ে আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়া ক্রিকেটার সংখ্যা দাঁড়াল ১০৩ জন।

গতকাল রোববার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন তালিকা প্রকাশ করেছে আইসিসি। ক্রিকেটের শুরুর সময় থেকে আধুনিক যুগ পর্যন্ত সময়কে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। পাঁচ ভাগের প্রতি ভাগ থেকে দুইজন করে মোট ১০ জনকে নতুন করে যুক্ত করা হয়েছে। আধুনিক যুগে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার ও শ্রীলংকার কুমার সাঙ্গাকারা জায়গা পেয়েছেন তালিকায়। জিম্বাবুয়ের প্রথম খেলোয়াড় হিসেবে হল অব ফেমে জায়গা পেলেন ফ্লাওয়ার।

বিজ্ঞাপন

প্রথম বিশ্বযুদ্ধের আগের সময়কাল থেকে অস্ট্রেলিয়ার মন্টি নোবেল ও দক্ষিণ আফ্রিকার অব্রি ফকনারকে তালিকায় যুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন তিনি। দলটি হয়ে ৪২ টেস্টে ৩০.২৫ গড়ে ১ হাজার ৯৯৭ রান ও ১২১টি উইকেট নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম এক হাজার রান ও একশ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি, এখনো তা অব্যাহত।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২৫টি টেস্ট খেলা ফকনার রান করেছেন ১ হাজার ৭৫৪ এবং উইকেট নিয়েছেন ৮২টি। আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ের বোলিং-ব্যাটিং দুই ক্যাটাগরিতেই শীর্ষে ওঠা একমাত্র ক্রিকেটার তিনি।

দুই বিশ্বযুদ্ধের মাঝের সময়কাল থেকে তালিকায় জায়গা পেয়েছেন লিয়েরি কনস্ট্যানটাইন ও স্ট্যান ম্যাককেব। ওয়েস্ট ইন্ডিজের প্রথম কিংবদন্তি অলরাউন্ডার বলা হয় কনস্ট্যানটাইনকে। ১৮ টেস্ট খেলে ৬৩৫ রান ও ৫৮ উইকেট নিয়েছেন তিনি। স্ট্যান ম্যাককেবকে ইতিহাসের সেরা ব্যাটারদের একজন বলা হয়। অস্ট্রেলিয়া হয়ে ৩৯ টেস্ট খেলে ২ হাজার ৭৪৮ রান ও ৩৬টি উইকেট নিয়েছেন ম্যাককেব।

বিজ্ঞাপন

বিশ্বযুদ্ধ পরবর্তী যুগ থেকে বেছে নেওয়া হয়েছে ভিনু মানকড় ও টেড ডেক্সটারকে। ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন মনকড়। ৪৪ টেস্ট খেলে ২ হাজার ১০৯ রান করার পাশাপাশি ১৬২ উইকেট নিয়েছেন তিনি। আর ইংল্যান্ডের হয়ে ৬২ টেস্ট খেলে ৪ হাজার ৫০২ রান ও ৬৬ উইকেট নেওয়া ডেক্সটার ক্যারিয়ার শেষে ইংল্যান্ডের সফল নির্বাচক ছিলেন।

ক্রিকেডে ওয়ানডে যুগ শুরু হওয়ার পরের সময় থেকে বব উইলিস ও ডেসমন্ড হেইন্সকে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের হয়ে ৯০ টেস্ট খেলা উইলিসের উইকেটসংখ্যা ৩২৫টি। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে চারটি বিশ্বকাপ খেলা হেইন্স ১১৬ টেস্টে রান করেছেন ৭ হাজার ৪৮৭।

আধুনিক যুগ থেকে ডাক পাওয়া দুই জনের একজন কুমার সাঙ্গাকারা শ্রীলংকার হয়ে ১৩৪ টেস্ট খেলে ১২ হাজার ৪০০ রান করেছেন, গড় ৫৪.৪০। ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি মিলিয়ে শ্রীলংকার সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। অ্যান্ডি ফ্লাওয়ার জিম্বাবুয়ের ইতিহাস সেরা ক্রিকেটার। ৬৩ টেস্টে ৫১.৫৪ গড়ে ৪ হাজার ৭৯৪ রান করা এই কিপার ব্যাটার উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন ১৫১টি, স্ট্যাম্পিং ৯টি। কোচ হিসেবেও দারুণ সফল তিনি। ফ্লাওয়ারের কোচিংয়ে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ইংল্যান্ড।

আইসিসি হল অব ফেম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর