Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাব্বি-শফিকুলে পুড়ে খাঁক রুপগঞ্জ


১৪ জুন ২০২১ ১৫:৪৭

প্রাইম দোলেশ্বরের বিপক্ষে জয়ের জন্য ২০ ওভারে লিজেন্ডস অব রুপগঞ্জের প্রয়োজন ছিল মাত্র ১১৯ রান। কিন্তু দোলেশ্বরের দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শফিকুল ইসলাম বল হাতে এমনই উত্তাপ ছড়ালেন যাতে পুড়ে খাঁক হয়ে গেল রুপগঞ্জের ব্যাটিং লাইন আপ। ২০ ওভারে ৮ উইকেটের খরচায় সাকুল্যে রুপগঞ্জের সংগ্রহ গিয়ে দাঁড়াল ৮/১০৪ রান। তাতে ১৪ রানের জয়ে মাঠ ছাড়ল প্রাইম দোলেশ্বর। মৌসুমের নয় ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়।

বিজ্ঞাপন

সোমবার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ফজলে মাহমুদের ২৯ (৩৮), শামিম পাটোয়ারির ১৭ (১২), ও সাইফ হাসানের ১৪ বলে ১৬ রানে ভর করে সবক’টি উইকেটের বিনিময়ে ১১৮ রানের মামুলি সংগ্রহ পায় প্রাইম দোলেশ্বর।

রুপগঞ্জের হয়ে বল হাতে মোহাম্মদ শহিদ ৩টি, নাবিল সামাদ ২টি, সানজামুল ইসলাম, মুক্তার আলী ও হাসান আলী ১টি করে উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ১১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে কামরুল ইসলাম রাব্বি ও শফিকুল ইসলামের পেস আক্রমনে ২০ ওভারে ৮ উইকেটের খরচায় ১০৪ রান সংগ্রহে সমর্থ হয় রুপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ৩০ (৩৩) রান করেছেন আল-আমিন। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান এসেছে (১৯) আজমির আহমেদের ব্যাট থেকে।

দোলেশ্বরের হয়ে বল হাতে কামরুল ইসলাম রাব্বি ৩টি, শফিকুল ইসলাম ২টি, ফরহাদ রেজা,এনামুল হক জুনিয়র শরিফুল্লাহ ১টি করে উইকেট নিয়েছেন।

বিকেএসপির তিন নাম্বার মাঠে দিনের অপর ম্যাচে ওল্ড ডিওএইচএসকে ২২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অটুট রেখেছে প্রাইম ব্যাংক। রনি তালুকদারের ৩৯ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস ও তামিম ইকবালের ২৫ (২৮) রানে ভর করে ৭ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক।

ওল্ড ডিওএইচএস’র হয়ে রকিবুল হাসান, আসাদুজ্জামান পায়েল ২টি করে এবং আনিসুল ইসলাম ইমন ও মোহাইমিনুল খান নিয়েছেন ১টি করে ‍উইকেট।

জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শরিফুল ইসলামদের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে ১২৫ রানেই গুটিয়ে যায় ওল্ড ডিওএইচএস।

প্রাইম ব্যাংকের হয়ে শরিফুল ইসলাম ৩টি, নাহিদুল ইসলাম, অলোক কাপালি, মনির হোসেন ২টি করে। আর রুবেল হোসেন নিয়েছেন ১ উইকেট।

বিজ্ঞাপন

এদিকে বিকেএসপি’র চার নাম্বার মাঠে বৃষ্টি আইনে খেলাঘর সমাজ কল্যান সমিতিকে ১৫ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

ঢাকা প্রিমিয়ার লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর